IND vs ENG 4th Test Narayan Jagdeesan: চলন্ত ট্রেনে যদি কয়েকটি বগি বদলানো হয়, তাহলে তেমন কোনও প্রভাব পড়ে না। কিন্তু যদি ইঞ্জিনই খারাপ হয়ে যায়, তাহলে ট্রেন কিছু সময়ের জন্য হলেও থেমে যায়। ক্রিকেট মাঠে উইকেটকিপার অনেকটা সেই ইঞ্জিনের মতোই গুরুত্বপূর্ণ। যদি নিয়মিত কিপার চোট পান, তাহলে তা দলের প্ল্যানিংয়ে বড়সড় প্রভাব ফেলে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে (IND vs ENG) একের পর এক খেলোয়াড় চোট পেয়ে ছিটকে যাচ্ছেন, আর এখন ঋষভ পন্থের (Rishabh Pant) চোট পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলেছে।
ভারতের সহ-অধিনায়কের পায়ে ম্যানচেস্টার টেস্টের (IND vs ENG 4th Test Match) প্রথম দিনে রিভার্স সুইপ মারতে গিয়ে চিড় ধরে। যদিও তিনি দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছিলেন, তবে কিপিং করতে পারবেন না। ওভাল টেস্টে একজন নতুন উইকেটকিপারকে দেখা যেতে পারে। ঈশান কিষনের গোড়ালিতে চোট রয়েছে, তাই বিসিসিআই তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে ধ্রুব জুরেলের কভার হিসেবে ডেকে পাঠাতে পারে এবং তিনি ওভাল টেস্টে দলের সঙ্গে যুক্ত হতে পারেন।
সূত্রের খবর, বিসিসিআই শীঘ্রই জগদীশনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ঘোষণা করবে। ঈশান স্কুটারের ধাক্কায় আহত হন। অপরদিকে, আরেক উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত ইতিমধ্যেই ইংল্যান্ডে রয়েছেন এবং ডুলউইচ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন, তবে নির্বাচকরা তাঁকে ফেরানোর বিষয়ে খুব একটা উৎসাহী নন।
আরও পড়ুন ভাঙা পায়েই ম্যানচেস্টারে নয়া ইতিহাস পন্থের, ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও
ঘরোয়া ক্রিকেটে জগদীশনের উজ্জ্বল পারফরম্যান্স
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন নারায়ণ জগদীশন। রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে তিনি বারবার নজর কেড়েছেন। যদিও আইপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ভারত A দলে জায়গা হয়নি তাঁর। কিন্তু ঋষভ পন্থ ও ঈশান কিষনের চোটের কারণে ছিটকে যাওয়ায় এবার হয়তো টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা হয়ে যেতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৪৭.৫০ এবং মোট রান ৩৩৭৩। রঞ্জি ট্রফি ২০২৩-২৪ মরশুমে তিনি ৭৪.১৮ গড় ও একটি ট্রিপল সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুি-সহ ৮১৬ রান করেছিলেন। আগের রঞ্জি ট্রফিতে অধিনায়ক হিসেবে তাঁর রান ছিল ৬৭৪, গড় ৫৬.১৭।
আরও পড়ুন ভাঙা পায়েই ফিফটি, ইংরেজদের চোখে চোখ রেখে সাহস দেখালেন ঋষভ পন্থ
ফিটনেস সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া
ম্যানচেস্টারে মরণবাঁচন টেস্ট খেলতে নেমেছে ভারত, কিন্তু একাধিক খেলোয়াড়ের চোট দলকে অস্বস্তিতে ফেলেছে। ফাস্ট বোলার আকাশদীপ ও আর্শদীপ সিং চোটের জন্য ম্যানচেস্টার টেস্টে খেলতে পারছেন না। অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি হাঁটুর চোটের কারণে দেশে ফিরে গিয়েছেন। ঋষভ পন্থ লর্ডস টেস্টে আঙুলে ও এরপর ম্যানচেস্টারে পায়ে চোট পান। পাশাপাশি বুমরাহর workload ম্যানেজমেন্টও দলের পরিকল্পনায় জটিলতা তৈরি করছে। ৩১ জুলাই লন্ডনের ওভালে শুরু হতে চলা শেষ টেস্টের আগে দলের হাতে বিশ্রামের বেশি সময় নেই। তাই ঋষভ পন্থের ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম। আকাশদীপ ও আর্শদীপের ক্ষেত্রেও একই শঙ্কা থেকে যাচ্ছে। সব মিলিয়ে একথা নিশ্চিতভাবেই বলা যায়, ম্যানচেস্টার টেস্টে যদি ভারত হেরে যায়, তবে ওভাল টেস্টে টিম ইন্ডিয়ায় একাধিক নতুন মুখ দেখা যেতে পারে।