Rishabh Pant returned to pitch: ম্যানচেস্টার টেস্টে (IND vs ENG 4th Test Match) অভাবনীয় ঘটনা। মারাত্মক চোট পেয়েও ক্রিজে ফিরলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দ্বিতীয় দিনে শার্দূল ঠাকুরের উইকেট পড়তেই খোঁড়াতে খোঁড়াতে ক্রিজে এলেন পন্থ। যা দেখে গোটা ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ল। গোটা স্টেডিয়ামের দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে পন্থকে উৎসাহ জোগালেন। আর সেইসঙ্গে ইংরেজ ক্রিকেটারদের সামনে বীর বিক্রমে ব্যাট করতে নামলেন টিম ইন্ডিয়ার তারকা।
চতুর্থ টেস্টের (IND vs ENG) প্রথম দিনের শেষ সেশনে ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে পায়ে মারাত্মক চোট পান ঋষভ পন্থ। চোট পেয়ে মাঠেই শুয়ে পড়েন তিনি। যন্ত্রণায় কাতরাতে থাকেন। ফিজিও এসে তাঁর পা পরীক্ষা করে দেখেন, পায়ের পাতা ফুলে ঢোল, রক্তও বের হচ্ছে। এই অবস্থায় আর ব্যাট করতে পারেননি তিনি। খোঁড়াতে থাকেন পন্থ। তাঁকে নিয়ে যেতে মাঠে আসে অ্যাম্বুল্যান্স। তাতে বসেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন পন্থ।
আরও পড়ুন পন্থের চোটে কপাল খুলল ২৭ বছরের তারকার, ২ বছর পর ফিরতে চলেছেন টিম ইন্ডিয়ায়
পায়ের স্ক্যান করা হয় বুধবার। হাসপাতাল থেকে সেই রিপোর্ট আসে বৃহস্পতিবার। সেই রিপোর্টে যা ছিল তাতেই ৪৪০ ভোল্টের ঝটকা পায় টিম ইন্ডিয়া। পায়ের পাতার হাড় ভেঙে অন্তত ৬ সপ্তাহের জন্য ক্রিকেটের বাইরে চলে গেছেন পন্থ। আপাতত সিরিজে আর খেলা হবে না তাঁর। দেড় মাস তাঁকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। পন্থের এই দুঃসংবাদ মাথায় বজ্রপাত হয় টিম ইন্ডিয়ার শিবিরে।
কিন্তু পন্থ আছেন পন্থেই! প্রাণঘাতী দুর্ঘটনা যাঁকে ২২ গজে ফিরতে আটকাতে পারেনি, পায়ের চোট তো তাঁর কাছে তুচ্ছ ব্যাপার। সেইমতো সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট করতে নামলেন পন্থ। যখন ভারত বিপদে পড়ে যায় জাডেজা এবং শার্দূলের উইকেট হারানোর পর, তখন ত্রাতা হিসাবে ব্যাট হাতে নেমে পড়েন পন্থ। খোঁড়াতে খোঁড়াতে তিনি আসেন ক্রিজে। যা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেয় ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা। এমন বীর বিক্রম পন্থের পক্ষেই সম্ভব।
আরও পড়ুন ৪৪০ ভোল্টের ঝটকা টিম ইন্ডিয়ার, গুরুতর চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন পন্থ
অন্যদিকে, ৫ উইকেট পড়ে যাওয়ার পর যখন মনে হচ্ছিল প্রথম ইনিংসে চালকের আসনে ইংল্যান্ড, তখনই ইংরেজদের মুখের হাসি উড়িয়ে খেলতে নামলেন আহত পন্থ। এবার এটাই দেখার, ইনিংস কতদূর টেনে নিয়ে যেতে পারেন পন্থ। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৩২১-৬। ক্রিজে ব্যাট করছেন ওয়াশিংটন সুন্দর (২০) এবং পন্থ (৩৯)।