IND vs ENG 4th Test: পন্থের চোটে কপাল খুলল ২৭ বছরের তারকার, ২ বছর পর ফিরতে চলেছেন টিম ইন্ডিয়ায়

IND vs ENG 4th Test Day 2: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ৩১ জুলাই থেকে লন্ডনের দ্য ওভালে শুরু হতে চলা পঞ্চম টেস্টের জন্য ঈশান কিষনকে দলে নেওয়া হবে।

IND vs ENG 4th Test Day 2: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ৩১ জুলাই থেকে লন্ডনের দ্য ওভালে শুরু হতে চলা পঞ্চম টেস্টের জন্য ঈশান কিষনকে দলে নেওয়া হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ishan Kishan: আহত ঋষভ পন্থের জায়গায় ওভাল টেস্টে স্কোয়াডে ঢুকতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার

Ishan Kishan: আহত ঋষভ পন্থের জায়গায় ওভাল টেস্টে স্কোয়াডে ঢুকতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার

Ishan Kishan likely to replace Injured Rishabh Pant: ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG 4th Test Match) মধ্যে চতুর্থ টেস্টের প্রথম দিনে ব্যাটিং করার সময় ঋষভ পন্থ (Rishabh Pant) ডান পায়ে মারাত্মক চোট পান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এবং এমন পরিস্থিতিতে তাঁর আবার ব্যাটিংয়ে নামা কার্যত অসম্ভব। একটি রিপোর্ট অনুযায়ী, পঞ্চম টেস্টের জন্য তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন ২৭ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষন (Ishan Kishan)।

Advertisment

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ৩১ জুলাই থেকে লন্ডনের দ্য ওভালে শুরু হতে চলা পঞ্চম টেস্টের (IND vs ENG) জন্য ঈশান কিষনকে দলে নেওয়া হবে। যদিও ধ্রুব জুরেল ইতিমধ্যেই ব্যাকআপ উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন, তবে ঈশান কিষনও ইংল্যান্ডে টেস্ট স্কোয়াডে যোগ দেওয়ার জন্য প্রস্তুত।

আরও পড়ুন ৪৪০ ভোল্টের ঝটকা টিম ইন্ডিয়ার, গুরুতর চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন পন্থ

Advertisment

ঈশান সম্প্রতি জুন-জুলাই মাসে নটিংহ্যামশায়ারের হয়ে দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলেছেন। সেখানে তিনি দু’টি হাফসেঞ্চুরি করেছেন এবং পাঁচটি ডিসমিসাল (চারটি ক্যাচ এবং একটি স্টাম্পিং) করেছেন। পন্থের চোট ভারতীয় দলের জন্য আরও একটি বড় ধাক্কা, কারণ দল এরই মধ্যে আকাশ দীপ (গ্রোইন ইনজুরি), আর্শদীপ সিং (আঙুলে চোট) এবং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির (হাঁটুর চোট) মতো খেলোয়াড়দের ইনজুরির কারণে সমস্যায় রয়েছে। নীতীশ ইতিমধ্যেই এই সফর থেকে ছিটকে গেছেন।

আরও পড়ুন গুরুতর আহত ঋষভ পন্থ, মাঠেই রক্তারক্তি কাণ্ড, চোখের জলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরলেন ড্রেসিংরুমে

ঈশান ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় টেস্ট অভিষেক করেছিলেন এবং সেই সিরিজের একটি ম্যাচে অর্ধশতরান করেন। তিনি সেই সফরের দুটি টেস্টেই খেলেছিলেন, যেখানে ভারত ১-০ ব্যবধানে সিরিজ জেতে। তবে পরে ২০২৩ সালের শেষদিকে মানসিক ক্লান্তির কারণ দেখিয়ে ক্রিকেট থেকে বিরতি নেন ঈশান এবং বিসিসিআই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়, কারণ তিনি ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেননি। ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে।

Rishabh Pant Ishan Kishan IND vs ENG IND vs ENG 4th Test Match