Rishabh Pant advised six weeks rest because of fractured toe: আশঙ্কাই সত্যি হল। মারাত্মক চোটের কারণে ছয় সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test Match) প্রথম দিন ব্যাটিং করার সময় তিনি গুরুতরভাবে চোট পান। এখন নিশ্চিত হয়ে গেছে, এই সিরিজে (IND vs ENG) আর খেলতে পারবেন না তিনি। বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটার পন্থের ডান পায়ের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। চিকিৎসকরা অন্তত দেড় মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এই চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। কারণ সিরিজে দুর্দান্ত ব্যাটিং করছিলেন পন্থ। চতুর্থ টেস্টের প্রথম দিনে ক্রিস ওকসের একটি বল পায়ে লাগে, তারপর থেকেই যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি। তাঁকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। তখন তাঁকে নিজে থেকে হাঁটতেও দেখা যায়নি। পরিস্থিতি এমন হয়েছিল যে, তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তাঁর স্ক্যান করা হয়।
এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই সূত্রে জানানো হয়েছে যে পন্থের স্ক্যানে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি অন্তত ছয় সপ্তাহ ক্রিকেট খেলতে পারবেন না। বর্তমানে তিনি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। বিসিসিআইয়ের মেডিকেল ইউনিট খতিয়ে দেখছে, পেন কিলার দিয়ে ব্যাটিং করানো সম্ভব কিনা। তবে মাঠে যেভাবে তাঁকে কষ্ট পেতে দেখা গিয়েছে, তাতে মনে হচ্ছে না যে তিনি এই ম্যাচে আর ব্যাটিং করতে পারবেন। কারণ, তিনি স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছেন না।
আরও পড়ুন গুরুতর আহত পন্থের জায়গায় অন্য কেউ ব্যাট করতে পারবে? কী বলছে ICC-র নিয়ম?
কীভাবে চোট পান পন্থ?
৬৮তম ওভারের চতুর্থ বলে চোট পান পন্থ। ক্রিস ওকসের সেই বলটি তিনি রিভার্স সুইপ করতে গিয়ে ঠিকঠাক ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি। বল ব্যাটে না লেগে সরাসরি গিয়ে লাগে তাঁর পায়ে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন তিনি। ফিজিও মাঠে এসে অনেকক্ষণ তাঁকে পরীক্ষা করেন। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে স্ক্যান করানো হয়। চোট লাগার পর পায়ে ফোলা এবং রক্তপাত দেখা দেয়। এমন অবস্থায় তিনি পায়ে ভর দিতে পারছিলেন না।
আরও পড়ুন কতটা উদ্বেগজনক পন্থের চোট, বাকি ম্যাচে আর খেলতে পারবেন তো টিম ইন্ডিয়ার তারকা?
সম্প্রতি এক চোট থেকে সেরে উঠেছিলেন পন্থ। কিছুদিন আগেই তাঁর আঙুলে চোট লেগেছিল। সেই চোট সারিয়ে ফেরেন মাঠে। এবার নতুন করে পায়ের আঙুলের হাড় ভেঙে যাওয়ায় ফের মাঠের বাইরে চলে গেলেন তিনি। সিরিজে ইতিমধ্যেই পিছিয়ে থাকা ভারতের জন্য এটি ৪৪০ ভোল্টের ঝটকা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।