New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/25/siraj-vs-duckett-2025-07-25-14-14-52.jpg)
Siraj vs Duckett: লর্ডসের পর ওল্ড ট্রাফোর্ডেও সিরাজের সঙ্গে ঝামেলা ডাকেটের
IND vs ENG 4th Test Day 2: যেভাবে প্রথম ইনিংসে ভারতের ব্যাটাররা উইকেটে বিলিয়েছেন তাতে চাপ বেড়েছে বোলারদের উপর। আর তাঁদেরই বৃহস্পতিবার ফালাফালা করে দেন ডাকেট-ক্রলি।
Siraj vs Duckett: লর্ডসের পর ওল্ড ট্রাফোর্ডেও সিরাজের সঙ্গে ঝামেলা ডাকেটের
Mohammed Siraj Fight Video: ম্যানচেস্টার টেস্টের (IND vs ENG 4th Test Match) দ্বিতীয় দিন ইংরেজদের কাছে নাকানিচোবানি খেল টিম ইন্ডিয়া। প্রথমে ধরাশায়ী হল ব্যাটিং, তারপর বল করতে নেমে ব্রিটিশ ওপেনারদের হাতে মান-সম্মান খোয়াল ভারতের পেস অ্যাটাক। ওল্ড ট্রাফোর্ডের পিচে যে কোনও জুজু নেই তা দ্বিতীয় দিন প্রমাণ করে দিয়েছেন বেন ডাকেট (Ben Duckett)-জ্যাক ক্রলিরা (Zak Crawley)। আর প্রথম ইনিংসে উইকেট না তুলতে পেরে মাথা গরম করে ফেললেন ভারতের তারকা বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বেন ডাকেটের সঙ্গে তাঁর উত্তপ্ত মুহূর্ত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। ম্যানচেস্টার টেস্ট ভারতের কাছে মরণবাঁচন ম্যাচ। এই ম্যাচ হারলেই সিরিজ কার্যত শেষ ভারতের জন্য। পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ ওভালে তখন নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে। তাতেও গোদের উপর বিষফোড়ার মতো চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়ার ওভাল টেস্টে আশা কম। এই পরিস্থিতিতে ভারতকে যেভাবেই হোক এই টেস্ট জিততেই হবে। কিন্তু যেভাবে প্রথম ইনিংসে ভারতের ব্যাটাররা উইকেটে বিলিয়েছেন তাতে চাপ বেড়েছে বোলারদের উপর। আর তাঁদেরই বৃহস্পতিবার ফালাফালা করে দেন ডাকেট-ক্রলি।
আরও পড়ুন ইংরেজদের ঘিরে ধরে মার! ডাকেটকে আউট করেই হিংস্র উল্লাস সিরাজের, দেখুন Video
স্টার স্পোর্টসের তরফে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ডাকেটের সঙ্গে মাঠেই লেগে গেছে সিরাজের। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।
Tempers flared between Ben Duckett and M. Siraj. 🔥#ENGvIND 👉 4th TEST, DAY 2 | LIVE NOW on JioHotstar 👉 https://t.co/Y3btplYguV pic.twitter.com/MmTP86rXNU
— Star Sports (@StarSportsIndia) July 24, 2025
ডাকেট প্রথম ইনিংসে নাজেহাল করে দেন সিরাজ-বুমরাহদের। প্রথম উইকেটে জ্যাক ক্রলির সঙ্গে ১৬৬ রানের পার্টনারশিপ গড়েন। সেখানেই মনোবল ধাক্কা খায় ভারতের বোলারদের। টেস্ট ম্যাচে ওডিআই সুলভ ব্যাট করে ১০০ বলে ৯৪ রান করেন ডাকেট। কিন্তু অতি আত্মবিশ্বাসী হয়ে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকা অবস্থায় ডেবিউট্যান্ট কাম্বোজকে উইকেট দিয়ে ফেরেন ডাকেট।
আরও পড়ুন লর্ডস টেস্টের মাঝেই বিরাট ধাক্কা! আগ্রাসনের চরম খেসারত দিলেন সিরাজ
ওল্ড ট্রাফোর্ডে ভারত প্রথম ইনিংসে ১১৯.১ ওভার ব্যাট করে ৩৫৮ রানই করতে পেরেছে। তিন নম্বরে ব্যাট করতে নামা সাই সুদর্শন দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান কেন। যশস্বী জয়সোয়াল ৫৮ রান এবং ঋষভ পন্থ ৫৪ রান করেন। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ইংল্যান্ড প্রথম ইনিংসে ২২৫ রান করেছে ২ উইকেট খুইয়ে। এখনও ১৩৩ রানের লিড রয়েছে ভারতের।