IND vs ENG 4th Test Rishabh Pant Fifty: ভাঙা পায়েই নজরকাড়া ফিফটি! ম্যানচেস্টারে (IND vs ENG 4th Test Match) ইংরেজদের চোখে চোখ রেখে সাহস দেখালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভাঙা পা নিয়েই করলেন ৫৪। তবে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো ফের শিকার হলেন জোফ্রা আর্চারের দুর্ধর্ষ ডেলিভারির। পন্থের স্টাম্প ছিটকে পড়ল কয়েক মিটার দূরে।
বুধবার ম্যানচেস্টার টেস্টে অবাক দৃশ্য দেখা যায়। মারাত্মক চোট পেয়েও ক্রিজে ফেরেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনে শার্দূল ঠাকুরের উইকেট পড়তেই খোঁড়াতে খোঁড়াতে ব্যাট করতে নামেন পন্থ। পন্থকে নামতে দেখে গোটা ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে। স্টেডিয়ামের দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে পন্থকে উৎসাহ জোগান। পন্থকে ফের ব্যাট করতে নামতে দেখে হাসি উবে যায় বেন স্টোকসদের। প্রথম দিনে ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হওয়ার পর দ্বিতীয় দিনে আরও ১৭ রান করেন পন্থ। ৫৪ রানে থামে তাঁর ইনিংস।
আরও পড়ুন ভাঙা পায়েই খেলা হবে পন্থের, ওল্ড ট্রাফোর্ডে অবাক দৃশ্য, স্টোকসদের মুখের হাসি গায়েব
চতুর্থ টেস্টের (IND vs ENG) প্রথম দিনের শেষ সেশনে ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে পায়ে মারাত্মক চোট পান ঋষভ পন্থ। চোট পেয়ে মাঠেই শুয়ে পড়েন তিনি। যন্ত্রণায় কাতরাতে থাকেন। ফিজিও এসে তাঁর পা পরীক্ষা করে দেখেন, পায়ের পাতা ফুলে ঢোল, রক্তও বের হচ্ছিল। এই অবস্থায় আর ব্যাট করতে পারেননি তিনি। খোঁড়াতে থাকেন পন্থ। তাঁকে নিয়ে যেতে মাঠে আসে অ্যাম্বুল্যান্স। তাতে বসেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন পন্থ।
হাসপাতালে স্ক্যান হয় পন্থের পায়ের। রিপোর্ট জানা যায়, পায়ের পাতার হাড় ভেঙেছে পন্থের। টিম ইন্ডিয়া শিবিরের মাথায় বাজ পড়ে। পায়ের পাতার হাড় ভেঙে অন্তত ৬ সপ্তাহের জন্য ক্রিকেটের বাইরে চলে গেছেন পন্থ। দেড় মাস তাঁকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। আপাতত আর সিরিজে খেলতে পারবেন না বলে জানা যায় টিম ইন্ডিয়া সূত্রে। কিন্তু পরবর্তীতে দেখা যায় অন্য ছবি।
আরও পড়ুন পন্থের চোটে কপাল খুলল ২৭ বছরের তারকার, ২ বছর পর ফিরতে চলেছেন টিম ইন্ডিয়ায়
দ্বিতীয় দিনে শার্দূল ঠাকুরের উইকেট পড়তেই সবাইকে অবাক করে দিয়ে ব্যাট করতে নামলেন পন্থ। টিম ইন্ডিয়ার বিপদে ত্রাতা হিসাবে ব্যাট হাতে নেমে পড়েন পন্থ। খোঁড়াতে খোঁড়াতে তিনি আসেন ক্রিজে। যা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেয় ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা। তাঁর সাহসিকতা দেখে অভিভূত হন ব্রিটিশ দর্শকরাও। তিনি যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন দেন।
এদিকে, দ্বিতীয় দিনে লাঞ্চ সেশনের পরই ধস নামে ভারতীয় ব্যাটিংয়ে। প্রথমে ওয়াশিংটন সুন্দর ফেরেন বেন স্টোকসের বলে। অভিষেক টেস্ট খেলতে নামা অংশুল কাম্বোজ (০) টেকেন মাত্র তিন বল। বেন স্টোকসের বলে খাতা না খুলেই আউট হন। স্টোকস কাম্বোজকে আউট করে ৮ বছর পর টেস্ট কেরিয়ারে পাঁচ উইকেট পেলেন। হাফ সেঞ্চুরি করার পর আউট হন পন্থ। তারপর শেষ উইকেট পড়ে বুমরাহর। ভারত অলআউট হয় ৩৫৮ রানে। সর্বোচ্চ স্কোর সাই সুদর্শনের (৬১)।
আরও পড়ুন ৪৪০ ভোল্টের ঝটকা টিম ইন্ডিয়ার, গুরুতর চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন পন্থ