IND vs ENG 4th Test: ইতিহাস গড়লেন জো রুট, ছিটকে দিলেন দ্রাবিড়-কালিসকে, এবার নিশানায় শচীন

Joe Root creates history: ম্যানচেস্টারে নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা জো রুট। চতুর্থ টেস্টের তৃতীয় দিনে এক ধাক্কায় রাহুল দ্রাবিড় এবং জ্যাক ক্যালিসের রেকর্ড ভেঙে দিলেন জো রুট।

Joe Root creates history: ম্যানচেস্টারে নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা জো রুট। চতুর্থ টেস্টের তৃতীয় দিনে এক ধাক্কায় রাহুল দ্রাবিড় এবং জ্যাক ক্যালিসের রেকর্ড ভেঙে দিলেন জো রুট।

author-image
IE Bangla Sports Desk
New Update
Joe Root Record against India: জো রুট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান পূর্ণ করেছেন

Joe Root Record: জো রুটের সামনে এবার শুধু শচীন এবং পন্টিং

Joe Root surpasses Rahul Dravid and Jack Kallis: ম্যানচেস্টারে নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা জো রুট (Joe Root)। চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test Match) তৃতীয় দিনে এক ধাক্কায় রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং জ্যাক ক্যালিসের রেকর্ড ভেঙে দিলেন জো রুট। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার দিক থেকে এই দুই কিংবদন্তিকে পিছনে ফেলে এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন রুট। তাঁর ওপরে এখন শুধু দুইজন ব্যাটার- শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং রিকি পন্টিং (Ricky Ponting)। চলতি ম্যাচেই পন্টিংকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে রুটের সামনে।

Advertisment

ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট শুরু হওয়ার সময় জো রুটের নামের পাশে ১৫৬টি টেস্টে ১৩,২৫৯ রান লেখা ছিল। তখন সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকদের তালিকায় তিনি পঞ্চম স্থানে ছিলেন। ওই তালিকায় শীর্ষে ছিলেন শচীন তেন্ডুলকর (১৫,৯২১), দ্বিতীয় স্থানে রিকি পন্টিং (১৩,৩৭৮), তৃতীয় জ্যাক ক্যালিস (১৩,২৮৯) এবং চতুর্থ রাহুল দ্রাবিড় (১৩,২৮৮)। দ্রাবিড়কে টপকাতে ৩০ এবং ক্যালিসকে টপকাতে ৩১ রান দরকার ছিল রুটের, যা তিনি শুক্রবারেই করে ফেলেন।

আরও পড়ুন সামনে থাকবেন শুধু শচীন, ম্যানচেস্টার টেস্টে ৫ মহারেকর্ডের সামনে জো রুট

Advertisment

চতুর্থ টেস্টের তৃতীয় দিন বুমরাহর বলে থার্ডম্যান অঞ্চল দিয়ে একটি রান নেন রুট, যার মাধ্যমে তিনি দ্রাবিড়কে পিছনে ফেলে দেন। এরপর পরের ওভারে মহম্মদ সিরাজের বলে আরও একটি রান নিয়ে ক্যালিসকেও টপকে যান তিনি। এখন তাঁর সামনে শুধুই শচীন ও পন্টিং রয়েছেন।

আরও পড়ুন ৩৪ বছর পর ফের কলঙ্কের ভাগীদার টিম ইন্ডিয়া, কাঠগড়ায় 'অধিনায়ক' শুভমান

এই ম্যাচ রুটের ১৫৭তম টেস্ট। ২৮৬ ইনিংসে তিনি ৩৭টি সেঞ্চুরির সাহায্যে ইতিমধ্যেই ১৩,২৯০ রানের গণ্ডি পার করে গেছেন। তার গড় ৫০-এর ওপরে। রাহুল দ্রাবিড় ১৬৪টি টেস্টে ৩৬টি শতরানের সাহায্যে ১৩,২৮৮ রান করেছিলেন। অন্যদিকে, জ্যাক ক্যালিস ১৬৬টি টেস্টে ৪৫টি সেঞ্চুুরি করে ১৩,২৮৯ রান করেছিলেন।

Sachin Tendulkar Rahul Dravid Ricky Ponting Joe Root IND vs ENG 4th Test Match