/indian-express-bangla/media/media_files/2025/07/22/shubman-gill-4-2025-07-22-19-11-40.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল
India vs England: টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। সেকারণে চলতি ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) কাঁধে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আপাতত ৫ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ ম্যাচটা ম্যানচেস্টারে আয়োজন করা হচ্ছে। চলতি সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন শুভমান গিলের অধিনায়কত্বে এমন এক কলঙ্কের দাগ লেগেছে, যা কেউ হয়ত স্বপ্নেও কল্পনা করতে পারেননি। টেস্ট ক্রিকেটে ৩৪ বছর পর টিম ইন্ডিয়া এমন ঘটনার সাক্ষী হয়েছে।
গিলের অধিনায়কত্বে লাগল এই 'কলঙ্ক'
ইংল্যান্ড সফরেই 'অধিনায়ক' শুভমানের নয়া ইনিংস সূচনা হয়েছে। ব্যাট হাতেও তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। কিন্তু, তার অধিনায়কত্বে ৩৪ বছর পর টিম ইন্ডিয়া এমন এক কলঙ্কের সাক্ষী হল, যা হয়ত কেউ কোনওদিন কল্পনা করতে পারেননি। ম্য়ানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিং করেন এবং ১৫০ রানের বেশি পার্টনারশিপ গড়ে তোলেন।
এই সিরিজে দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হল টিম ইন্ডিয়া, যেখানে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটাররা ১৫০-র বেশি রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ৩৪ বছর পর এমন ঘটনা দেখতে পাওয়া গেল যে টিম ইন্ডিয়ার বিপক্ষ দল ২ বার ১৫০-র বেশি রানের পার্টনারশিপ গড়ে তুলেছে। ১৯৯০ সালে এমন ঘটনা প্রথমবার দেখা গিয়েছিল।
IND vs ENG 4th Test Match: অসহ্য যন্ত্রণা চেপে ৫ রেকর্ড ঋষভের, ভাঙলেন রথী-মহারথীদের কীর্তি!
দ্বিতীয় দিন ইংল্যান্ড করেছে ২২৫ রান
টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৩৫৮ রান করেছে। ইংরেজ বোলারদের মধ্যে বেন স্টোকস সর্বাধিক ৫ উইকেট শিকার করেছেন। এরপর দ্বিতীয় দিন ইংল্য়ান্ড ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২২৫ রান করেছে। ৯৪ রানে আউট হয়েছেন বেন ডাকেট এবং ৮৪ রানে জ্যাক ক্রলি। রবীন্দ্র জাদেজা শিকার করেন ক্রলির উইকেট, অন্যদিকে অংশুল কম্বোজ বেন ডাকেটকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।