IND vs ENG 4th Test: টিম বাছার অধিকার নেই শুভমানের! গম্ভীরকে নিশানা করে বোমা ফাটালেন কিংবদন্তি তারকা

IND vs ENG 4th Test Day 5: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরের মতে, শুভমান গিলের হয়তো প্লেয়িং ইলেভেন বাছাইয়ের ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না।

IND vs ENG 4th Test Day 5: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরের মতে, শুভমান গিলের হয়তো প্লেয়িং ইলেভেন বাছাইয়ের ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gambhir-Shubman: ক্যাপ্টেন শুভমান গিলের টিম বাছাইয়ের অধিকার নেই বলে মত সুনীল গাভাসকরের

Gambhir-Shubman: ক্যাপ্টেন শুভমান গিলের টিম বাছাইয়ের অধিকার নেই বলে মত সুনীল গাভাসকরের

Sunil Gavaskar unhappy with Team India Playing Eleven: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতে, শুভমান গিলের (Shubman Gill) হয়তো প্লেয়িং ইলেভেন বাছাইয়ের ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। তাঁর মত, এটি সম্পূর্ণভাবে অধিনায়কের সিদ্ধান্ত হওয়া উচিত এবং হেড কোচ-সহ অন্য কারও প্রভাব এই সিদ্ধান্তে থাকা উচিত নয়।

Advertisment

বাঁহাতি চায়ানাম্যান স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) বারবার একাদশের বাইরে রাখা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে যখন জো রুট চলতি চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) শতরান করে রিকি পন্টিংকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়ে উঠেছেন। রুটের এখন টেস্টে মোট রান ১৩,৪০৯, তাঁর থেকে এগিয়ে কেবল শচীন তেন্ডুলকর (১৫,২৯১ রান)। গাভাসকর ‘সোনি স্পোর্টস’-এ বলেন, “শেষ পর্যন্ত এটা অধিনায়কের দল। হতে পারে শুভমান শার্দুলকে দলে চাইতেন না, কুলদীপকে চাইতেন।”

২০১৮ সালে ম্যানচেস্টার ও লর্ডসে দুটি সীমিত ওভারের ম্যাচে জো রুটকে তিন বলে দু’বার আউট করলেও, কুলদীপকে এখনও পর্যন্ত চলতি টেস্ট সিরিজে একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি।

Advertisment

আরও পড়ুন ইতিহাস লিখলেন শুভমান, এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!

সাধারণ ধারণা হল, হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এমন বোলারদের পক্ষে জোর দিয়েছেন যাঁরা ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন, বিশেষ করে হেডিংলির টেস্টে ভারত তিন উইকেটে ৪৩০ রান করার পরও মাত্র ১১ ওভারে অলআউট হয়ে যায় ৪৭১ রানে।

গাভাসকর মনে করেন, কুলদীপের দলে থাকা উচিত ছিল। তিনি বলেন, “ওঁর অবশ্যই একাদশে থাকা উচিত ছিল। অধিনায়ক হিসেবে ওরই সিদ্ধান্ত হওয়া উচিত। মানুষ ওঁর এবং ওঁর নেতৃত্বের বিচার করবে, তাই সিদ্ধান্তটা আদতে ওঁরই হওয়া উচিত।”

এই প্রাক্তন ভারতীয় অধিনায়কের মতে, দলের অভ্যন্তরীণ মতানৈক্য কিংবা বাছাই সংক্রান্ত সমস্যাগুলো ইচ্ছাকৃতভাবে চাপা রাখা হয় যাতে বাইরের দুনিয়ার কাছে ‘সবকিছু ঠিকঠাক’ দেখানো যায়। গাভাসকর বলেন, “আমি জানি এই ধরনের বিষয় সামনে না আনার চেষ্টা করা হয়, যাতে মনে হয় ড্রেসিংরুমে সব ঠিক আছে। কিন্তু আসল সত্য হল অধিনায়কই দায়িত্বে থাকে এবং সে-ই নেতৃত্ব দেবে। এটুকু তো স্বাভাবিক বিষয়।”

আরও পড়ুন চতুর্থ টেস্টে চরম দুঃসংবাদ, তারকা পেসারের চোটে তছনছ ভারতের যাবতীয় স্বপ্ন

গাভাসকার আরও বলেন, তাঁর অধিনায়কত্বের সময় ছবিটা অন্যরকম ছিল। তখন টিম সিলেকশন ছিল একান্তভাবেই অধিনায়কের অধিকার, কারণ তখন ‘কোচ’ শব্দটাই প্রচলিত ছিল না। সবকিছু সামলাতেন ম্যানেজার ও সহকারী ম্যানেজাররা।

ভারত এখনও পর্যন্ত প্রথম ও চতুর্থ টেস্টে শার্দুল ঠাকুরকে বেছে নিয়েছে, যিনি মূলত পেস বোলিং অলরাউন্ডার। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেছেন নীতিশ কুমার রেড্ডি, যদিও তাঁর বোলিংয়ে বিশেষ অবদান দেখা যায়নি।

শার্দুল এখনও পর্যন্ত তিন ইনিংসে মোট ২৭ ওভার বল করে নিয়েছেন মাত্র ২টি উইকেট এবং ব্যাটে করেছেন ১, ৪ ও ৪১ রান। অন্যদিকে, রেড্ডি দুই টেস্টে ২৮ ওভার বল করে পেয়েছেন ২টি উইকেট এবং ব্যাটিংয়ে করেছেন ১, ১, ৩০ ও ১৩ রান।

Gautam Gambhir Kuldeep Yadav Shubman Gill IND vs ENG 4th Test Match