Shubman Gill Record: ইতিহাস লিখলেন শুভমান, এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!

India vs England Test 2025: রবিবার ম্যানচেস্টার টেস্ট ম্য়াচ পঞ্চম তথা অন্তিম দিনে পা রাখতে চলেছে। এই ম্য়াচে ভারত ড্র করার দিকেই পা বাড়াবে। হাতে বাকি ৮ উইকেট।

India vs England Test 2025: রবিবার ম্যানচেস্টার টেস্ট ম্য়াচ পঞ্চম তথা অন্তিম দিনে পা রাখতে চলেছে। এই ম্য়াচে ভারত ড্র করার দিকেই পা বাড়াবে। হাতে বাকি ৮ উইকেট।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill (5)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

Shubman Gill: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে আয়োজিত ৫ ম্য়াচের টেস্ট সিরিজে গিল দুর্দান্ত ব্যাটিং করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। ম্য়ানচেস্টারে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচের (IND vs ENG 4th Test Match) প্রথম ইনিংসে ফ্লপ হলেও দুর্দান্ত কামব্যাক করেছেন শুভমান। দ্বিতীয় ইনিংসে তিনি আপাতত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। আর এই বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে তিনি সাফল্যের এক বড় শৃঙ্গ অর্জন করেছেন তিনি। এশিয়ার একমাত্র ক্রিকেটার হিসেবে শুভমান এই রেকর্ড কায়েম করলেন।

Advertisment

Shubman Gill: মাত্র ২৫ বছরেই ভারতের নয়া 'ব্র্যান্ড কিং' শুভমান! একটা বিজ্ঞাপনের জন্য কত টাকা নিচ্ছেন জানেন?

ইতিহাস গড়লেন শুভমান গিল

Advertisment

ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করলেন শুভমান গিল। ভারত তো বটেই এশিয়া মহাদেশের মধ্যে ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেছেন তিনি। শুভমান আপাতত দুর্দান্ত ছন্দে ব্যাট করছেন। এই সিরিজে প্রায় প্রত্যেকটা ম্য়াচেই তিনি কোনও না কোনও রেকর্ড কায়েম করছেন। তৃতীয় দিনের শেষে শুভমান ১৬৭ বল খেলেছে ৭৮ রানে ব্যাট করছেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১০ ঝকঝকে বাউন্ডারি। আর চলতি সিরিজে তিনি মোট ৬৯৪ রান করে ফেলেছেন। 

Shubman Gill: 'এবার শুভমানের আসল পরীক্ষা...', চতুর্থ টেস্টের আগেই ভবিষ্যৎবাণী প্রাক্তন অধিনায়কের

এই সিরিজে সর্বাধিক বল খেলার নজির গড়েছেন শুভমান

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজিত ৫ ম্য়াচের টেস্ট সিরিজে শুভমান গিল এখনও পর্যন্ত সবথেকে বেশি বল খেলে ফেলেছেন। এই সিরিজে গিল ১ হাজারের বেশি বল খেলেছেন। দ্বিতীয় স্থানে রয়েছএন কেএল রাহুল। তিনি ৯৩৯ বল খেলেছেন। এছাড়া ৭৪৭ বল খেলেছেন জো রুট। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা খেলেছেন ৬৬২ বল। পঞ্চম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। তিনি এই সিরিজে ৬১৭ বল খেলেছেন।

Shubman-Sara video: অন্য মহিলার সঙ্গে 'গোপন প্রেম', চোখে-চোখেই শুভমানকে রেড অ্যালার্ট সারার! Video Viral

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্টে পঞ্চম তথা অন্তিম দিনের খেলা। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানে এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে ৮ উইকেট। শুভমানরা চাইবে যে কোনও মূল্যে এই আটটা উইকেট বাঁচিয়ে রাখতে। কারণ এই ম্য়াচটা এমনিতেও তারা জিততে পারবে না। সেকারণে ড্রয়ের চিন্তাভাবনা মাথায় নিয়েই ব্যাট করতে নামা ভাল। তবে ইংল্যান্ড তাদের বাজবল থিওরি মেনে যতটা দ্রুত সম্ভব ভারতের বাকি ৮ উইকেট শিকার করতে চাইবে। সেভাবে সাজাবে আক্রমণাত্মক ফিল্ডিং। এই পরিস্থিতিতে ম্য়াচ কোনদিকে গড়ায়, সেটাই আপাতত দেখার।

Indian Cricket Team Shubman Gill India vs England IND vs ENG 4th Test Match