IND vs ENG 4th Test Match: অসহ্য যন্ত্রণা চেপে ৫ রেকর্ড ঋষভের, ভাঙলেন রথী-মহারথীদের কীর্তি!

Rishabh Pant: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচটা ওল্ড ট্রাফোর্ডে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের প্রথম দিন ঋষভ পন্থ যখন ব্যাট করছিলেন, সেইসময় ৩৭ রানের মাথায় তিনি মারাত্মক চোট পান।

Rishabh Pant: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচটা ওল্ড ট্রাফোর্ডে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের প্রথম দিন ঋষভ পন্থ যখন ব্যাট করছিলেন, সেইসময় ৩৭ রানের মাথায় তিনি মারাত্মক চোট পান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant Injury

পায়ে চোট নিয়েও হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ

Rishabh Pant: ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচটা (IND vs ENG 4th Test Match) ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচের প্রথম দিন ঋষভ পন্থ যখন ব্যাট করছিলেন, সেইসময় ৩৭ রানের মাথায় তিনি মারাত্মক চোট পান। সেকারণে তাঁকে মাঠ ছেড়ে বেরিয়েও যেতে হয়।

Advertisment

দ্বিতীয় দিন দলের যখন দরকার ছিল, সেই সময় ইঞ্জেকশন নিয়েও ব্যাট করতে নামেন ঋষভ এবং একাধিক রেকর্ড কায়েম করেন। চোট নিয়েও ম্যানচেস্টারে পন্থ ৫ বড় রেকর্ড কায়েম করেন। আর সেই সঙ্গে ক্রিকেট দুনিয়ার রথী-মহারথীদের রেকর্ড ভেঙে ফেলেন তিনি। টেস্ট ফরম্য়াটে এবার ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেট দলের নয়া 'সিক্সার কিং' হিসেবে পরিচিতি লাভ করলেন।

Rishabh Pant Injury: ভাঙা চোয়াল থেকে পিঠে যন্ত্রণা, মারাত্মক চোট নিয়েও ২২ গজে ৫ ভারতীয়র অসীম লড়াই

Advertisment

একাধিক বড় বড় রেকর্ড কায়েম করলেন ঋষভ পন্থ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে সর্বাধিক রান করার তালিকায় ঋষভ পন্থ ইতিমধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। এই তালিকায় ইতিপূর্বে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার নাম ছিল। রোহিত ৬৯ টেস্ট ইনিংসে মোট ২,৭১৬ রান করেছিলেন। সেই জায়গায় পন্থ মাত্র ৬৭ ইনিংসে এর থেকে বেশি রান করে ফেলেছেন। এর পাশাপাশি ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে লাগাতার চতুর্থ টেস্ট ম্য়াচে ৫০+ রান করলেন।

Rishabh Pant New Record: ভাঙা পায়েই ম্যানচেস্টারে নয়া ইতিহাস পন্থের, ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও

প্রথম টেস্ট ম্য়াচে ২ শতরান হাঁকানোর পর পন্থ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টেস্টে হাফ সেঞ্চুরিয়ন ইনিংস খেললেন। ওল্ড ট্রাফোর্ডে ৫৪ রানের ইনিংসে ঋষভ ২ ছক্কা হাঁকিয়েছেন। আর সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করলেন। টিম ইন্ডিয়ার এই দুই ক্রিকেটারই টেস্ট ফরম্য়াটে ৯০টি করে ছক্কা হাঁকিয়েছেন।

Rishabh Pant Ruled out: ৪৪০ ভোল্টের ঝটকা টিম ইন্ডিয়ার, গুরুতর চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন পন্থ

সেনা দেশের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ঋষভ পন্থ

ম্য়ানচেস্টার টেস্টে হাফসেঞ্চুরি করতে না করতেই ঋষভ পন্থ সেনা দেশের বিরুদ্ধে এক নয়া রেকর্ড কায়েম করেছেন। 'অতিথি' উইকেটকিপার হিসেবে তিনি সর্বাধিক ৫০+ রান করেছেন। ইংরেজদের মাটিতে গত ১০ ইনিংসে পন্থ আটবার ৫০+ রানের ইনিংস খেলেছেন। অন্য কোনও বিদেশি উইকেটকিপার-ব্যাটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি।

Rishabh Pant New Record: ইতিহাসের দোরগোড়ায় ঋষভ! ধোনি-গিলক্রিস্ট যা পারেননি, সেই কাজটাই এবার করবেন পন্থ

টেস্ট ক্রিকেটে পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছেন। টিম ইন্ডিয়ার আশা, দ্বিতীয় ইনিংসেও পন্থ নিজের এই ফর্মটা ধরে রাখতে পারবেন। আরও একটা বড় রানের ইনিংস তিনি টিম ইন্ডিয়াকে উপহার দিতে পারবেন।

Rishabh Pant India vs England Old Trafford IND vs ENG 4th Test Match