/indian-express-bangla/media/media_files/2025/07/05/karun-nair-2025-07-05-17-24-50.png)
আউট হয়ে ফিরলেন করুণ নায়ার
Karun Nair Out: ভারত এবং ইংল্য়ান্ডের (India vs England) মধ্য়ে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি (IND vs ENG 2nd Test Match) এজবাস্টনে আয়োজন করা হচ্ছে। এই টেস্ট ম্য়াচে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আপাতত এই ম্যাচে গিল অ্যান্ড কোম্পানির পাল্লা অনেকটাই ভারি লাগছে। কিন্তু, টিম ইন্ডিয়ায় এমন একজন ক্রিকেটার রয়েছেন, যাঁর শনির দশা একেবারে কাটতেই চাইছে না। আমরা বলছি করুণ নায়ারের কথা।
টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন করুণ নায়ার
টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন করুণ নায়ার। এরপর টিম ইন্ডিয়া থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। এরপর তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা বেশ কয়েকবার বিসিসিআই-কে ট্রল করেছে। করুণ নায়ারও টুইট করে ডিয়ার ক্রিকেটের থেকে একটি সুযোগ চেয়েছিলেন।
IND vs ENG Match Report: সামান্য ভুলে হাতছাড়া ঐতিহাসিক রেকর্ড! হাত কামড়াচ্ছেন মহম্মদ সিরাজ
এবার টিম ইন্ডিয়ায় যখন শেষপর্যন্ত সুযোগ পেলেন, তখন সেটাকেই কাজে লাগাতে পারছেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্ট ম্য়াচের ৪ ইনিংসে করুণের ব্যাট থেকে মাত্র ৭৭ রান বেরিয়ে এসেছে। এরমধ্যে বেশ কয়েকটা ইনিংসে শুরুটা ভাল করলেও, বড় রান তিনি করতে পারেননি।
Brydon Carse has our first of the morning! 🤩
— England Cricket (@englandcricket) July 5, 2025
He's deserved that and Karun Nair is gone for 2️⃣6️⃣. pic.twitter.com/lOCXPj6rdJ
টিম ইন্ডিয়ায় জায়গা পাকা করতে বড় রান করতে হবে করুণকে
এবার প্রশ্ন উঠতেই পারে, করুণ নায়ারকে আর কতগুলো সুযোগ দেবে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্ট ম্য়াচের সিরিজে হয়ত তাঁকে সুযোগ দেওয়া হবে। এটা মোটামুটি স্পষ্ট হয়েই গিয়েছে। বাকি তিনটে ম্য়াচেও যদি তাঁর ব্যাটে রানের খরা দেখতে পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে টিম ইন্ডিয়ায় নিজের জায়গাটা ধরে রাখা কঠিন হবে।
টেস্ট ক্রিকেটে করুণ নায়ারের পরিসংখ্যান নিয়ে একবার আলোচনা করা যাক। এখনও পর্যন্ত ৭ টেস্ট ম্য়াচে একটি ট্রিপল সেঞ্চুরির দৌলতে তিনি মোট ৩৯৪ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ৪৯.২৫। যদি ওই ট্রিপল সেঞ্চুরির কথা বাদ দেওয়া যায়, তাহলে তো একটা হাফসেঞ্চুরিও হাঁকাতে পারেননি।