IND vs ENG 4th Test: চতুর্থ টেস্টের আগে মহাবিপদে ভারত, টিম ইন্ডিয়ার স্কোয়াডে এন্ট্রি ২৪ বছরের দুর্ধর্ষ বোলারের

IND vs ENG 4th Test: ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, আর্শদীপ সিং চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন। বৃহস্পতিবার নেট সেশনে বল করার সময় সাই সুদর্শনের একটি শট থামাতে গিয়ে আর্শদীপের হাতে কেটে যায়।

IND vs ENG 4th Test: ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, আর্শদীপ সিং চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন। বৃহস্পতিবার নেট সেশনে বল করার সময় সাই সুদর্শনের একটি শট থামাতে গিয়ে আর্শদীপের হাতে কেটে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 4th Test: ম্যানচেস্টারে মরণবাঁচন ম্যাচের আগে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া

IND vs ENG 4th Test: ম্যানচেস্টারে মরণবাঁচন ম্যাচের আগে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া

Arshdeep Singh Injury Update: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের (IND vs ENG) চতুর্থ ম্যাচের (IND vs ENG 4th Test Match) আগে চোটগ্রস্ত ক্রিকেটারদের নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় দল। ঋষভ পন্থ ও আকাশদীপের পর এবার আর্শদীপ সিংয়ের চোটের খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে, ম্যানচেস্টার টেস্টের আগে হঠাৎ চোট সমস্যা বেড়ে যাওয়ায় হরিয়ানার পেসার অংশুল কাম্বোজকে (Anshul Kamboj) দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে চতুর্থ টেস্ট।

Advertisment

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, আর্শদীপ সিং (Arshdeep Singh) চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন। বৃহস্পতিবার নেট সেশনে বল করার সময় সাই সুদর্শনের একটি শট থামাতে গিয়ে আর্শদীপের হাতে কেটে যায়। সেই আঘাতে তাঁর হাতে বেশ গভীর চোট লাগে, এবং সেলাই দিতে হয়েছে।

আরও পড়ুন IND vs ENG 4th Test: মহা বিপদে টিম ইন্ডিয়া, ম্যানচেস্টার টেস্টের আগে 'বিদায়' তারকা ক্রিকেটারের

Advertisment

২৪ বছর বয়সী অংশুল কাম্বোজ জুন মাসে অনুষ্ঠিত দুটি তিন দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের অংশ ছিলেন। সেখানে তিনি মোট ৫টি উইকেট নেন এবং তাঁর গতি ও নিখুঁত লাইন-লেংথের জন্য নজর কাড়েন। হরিয়ানার হয়ে ২৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৭৯টি উইকেট আছে তাঁর ঝুলিতে।

বিসিসিআইয়ের এক সূত্র ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে জানিয়েছেন, “আর্শদীপের হাতে গভীর কাটা রয়েছে এবং তাঁকে সেলাই দিতে হয়েছে। পুরোপুরি সুস্থ হতে তাঁর কমপক্ষে ১০ দিন সময় লাগবে। তাই নির্বাচকরা অংশুলকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।”

আরও পড়ুন 'এবার শুভমানের আসল পরীক্ষা...', চতুর্থ টেস্টের আগেই ভবিষ্যৎবাণী প্রাক্তন অধিনায়কের

আর্শদীপের ফিট থাকা নিয়ে সংশয় তো আছেই, পাশাপাশি আকাশদীপকেও নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি এখনও গ্রোইনের চোটে ভুগছেন। লর্ডস টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের ইনিংসের ২৮তম ওভারে বল করার সময় অস্বস্তি বোধ করায় মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান তিনি।

Arshdeep Singh Anshul Kamboj IND vs ENG IND vs ENG 4th Test Match