/indian-express-bangla/media/media_files/2025/07/06/indian-cricket-team-3-2025-07-06-22-40-51.jpg)
ভারতীয় ক্রিকেট দল
Arshdeep Singh: আগামী ২৩ জুলাই থেকে ভারতীয় ক্রিকেট দল ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট ম্য়াচ (IND vs ENG 4th Test Match) খেলতে নামছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) যদি হেরে যায়, তাহলে ৫ ম্য়াচের এই টেস্ট সিরিজ থেকেই ছিটকে যাবে। ফলে এই সিরিজে ভারতের সামনে আপাতত অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। তবে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের চিন্তা ইতিমধ্যে অনেকটা বেড়ে গিয়েছে। দলের একজন তারকা ক্রিকেটার অনুশীলন চলাকালীন মারাত্মক চোট পেয়েছেন। কয়েকদিন আগে অনুশীলন করতে নেমে মারাত্মক চোট পেয়েছিলেন আর্শদীপ সিং। চতুর্থ টেস্ট ম্য়াচ থেকে তিনি ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন।
গত বৃহস্পতিবার বোলিং অনুশীলন করার সময় হাতে বড়সড় চোট পেয়েছেন আর্শদীপ সিং। সাই সুদর্শনের একটি শট বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন আর্শদীপ। বল আটকাতে গিয়ে তাঁর বাঁ হাতের অনেকটা অংশ কেটে গিয়েছে। চোটের জায়গায় বেশ কয়েকটি সেলাইও ইতিমধ্যে পড়েছে। এবার জানা গিয়েছে, সিরিজের বাকি ২ ম্য়াচে তিনি আর খেলতে পারবেন না। তাঁর বদলে অংশুল কম্বোজকে দলে নেওয়া হয়েছে।
IND vs ENG: চতুর্থ টেস্টের আগে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, মারাত্মক চোটে অনিশ্চিত তারকা বোলার
চলতি সিরিজে এখনও ডেবিউ হয়নি আর্শদীপের
টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত টেস্ট ডেবিউ করেননি আর্শদীপ সিং। শোনা যাচ্ছিল, ম্য়ানচেস্টারে আয়োজিত টেস্ট ম্য়াচে তাঁকে অভিষেকের দরজা হয়ত খুলে যেতে পারে। তবে ম্যানচেস্টারের উদ্দেশ্যে টিম ইন্ডিয়া রওনা দেওয়ার আগে যে নেট সেশনের আয়োজন করা হয়েছিল, সেখানেও অংশগ্রহণ করেননি আর্শদীপ সিং। তখন থেকেই একটা সন্দেহের আবহ তৈরি হয়। এরপর ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, 'আর্শদীপের হাতে এখনও পর্যন্ত সেলাই রয়েছে। সেকারণে চতুর্থ টেস্ট ম্য়াচে তাঁকে পাওয়া যাবে না। পঞ্চম টেস্ট ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।'
IND vs ENG: সামনে থাকবেন শুধু শচীন, ম্যানচেস্টার টেস্টে ৫ মহারেকর্ডের সামনে জো রুট
যদিও চতুর্থ টেস্ট ম্য়াচে আর্শদীপের অভিষেক আদৌ হত কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কারণ আকাশ দীপ যদি সম্পূর্ণ সুস্থ হতে না পারেন কিংবা লর্ডস টেস্টের পর কোনও পেস বোলারকে যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলেই আর্শদীপের সামনে ডেবিউয়ের একটি সুযোগ তৈরি হত।
IND vs ENG: হনুমান চালিসা শুনছেন সিরাজ? টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের Video ফাঁস হতেই ব্যাপক শোরগোল
ম্যানচেস্টারের ইতিহাস
ম্যানচেস্টার টিম ইন্ডিয়ার কাছে এমন এক আতঙ্কের নাম, যা শুভমান গিলরা অবশ্যই ভুলতে চাইবে। এই মাঠে ভারতীয় ক্রিকেট দল আজ পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি। এখানে ভারত এখনও পর্যন্ত মোট ৯ টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে ৪ ম্যাচে তারা হেরে গিয়েছে। আর বাকি ৫ ম্য়াচ ড্র হয়েছে। শুভমান গিলের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল এই ইতিহাস অবশ্যই বদলাতে চাইবে। তবে যদি এই ম্য়াচে ভারত হেরে যায়, তাহলে চলতি সিরিজও টিম ইন্ডিয়ার হাতছাড়া হবে।