Shubman Gill: 'এবার শুভমানের আসল পরীক্ষা...', চতুর্থ টেস্টের আগেই ভবিষ্যৎবাণী প্রাক্তন অধিনায়কের

Greg Chappell on Shubman Gill: গ্রেগ চ্য়াপেল শুভমান গিলকে পরামর্শ দিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে খুব একটা বেশি পরিবর্তন করার দরকার নেই। পাশাপাশি নির্বাচকদেরও তিনি পরামর্শ দিয়েছেন, এই দলের উপর তাঁরাও যেন ভরসা রাখতে পারেন।

Greg Chappell on Shubman Gill: গ্রেগ চ্য়াপেল শুভমান গিলকে পরামর্শ দিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে খুব একটা বেশি পরিবর্তন করার দরকার নেই। পাশাপাশি নির্বাচকদেরও তিনি পরামর্শ দিয়েছেন, এই দলের উপর তাঁরাও যেন ভরসা রাখতে পারেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill Captain

Shubman Gill: ইংল্যান্ড সফরের হাত ধরেই অধিনায়ক শুভমানের অগ্নিপরীক্ষা শুরু হয়ে গিয়েছে। প্রথম টেস্ট ম্য়াচে পরাজয়ের পর যেভাবে শুভমানের নেতৃত্বে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) এজবাস্টনে কামব্যাক করছিল, তা নিয়ে ইতিমধ্যে প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল (Greg Chappell) মনে করেন, টিম ইন্ডিয়ার তরুণ অধিনায়ক শুভমান গিল দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি নজরকাড়া ক্যাপ্টেন্সি করলেও, এখনও অধিনায়ক হিসেবে তাঁর আসল পরীক্ষা বাকি রয়েছে। প্রসঙ্গত, লর্ডস টেস্টে টিম ইন্ডিয়া ২২ রানে হেরে গিয়েছিল। এরপর চলতি টেস্ট সিরিজে ইংরেজরা লিড নিয়ে নেয়। আগামী ২৩ জুলাই থেকে এই দুটে দল ম্য়ানচেস্টারে চতুর্থ টেস্ট ম্য়াচ (IND vs ENG 4th Test Match) খেলতে নামবে। 

Advertisment

Shubman Gill Controversy: শুভমানের ছোট্ট ভুলেই 'চৌপাট' যাবতীয় প্ল্যান, এক সিদ্ধান্তেই ভেস্তে যাবে সবকিছু?

এবার শুরু হবে আসল পরীক্ষা

ইএসপিএন ক্রিকইনফো-য় লেখা নিজের কলামে চ্যাপেল জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া শেষ ২ টেস্ট ম্য়াচের প্রস্তুতি শুরু করেছে। এই পরিস্থিতিতে আপাতত সকলের নজর শুভমান গিলের উপর রয়েছে। শুভমান গিল এখনও পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছেন। নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। পাশাপাশি একজন অসাধারণ অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। তবে আপাতত শুভমান এমন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যেখানে থেকে ওর টেস্ট ক্যাপ্টেন্সি সাফল্যের এক নয়া শৃঙ্গ স্পর্শ করতে পারে।

Advertisment

Shubman Gill Press Conference: কী কারণে লর্ডসে হারল ভারত? আসল কারণটা বলে ফেললেন শুভমান

ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং নিয়ে যথেষ্ট চিন্তিত চ্যাপেল। তাঁর কথায়, এমন ফিল্ডিংয়ের খেসারত টিম ইন্ডিয়াকে দিতে হবে। তাঁর কথায়, ভারত আরও একবার দুর্বল ফিল্ডারদের নিয়ে দলগঠণ করার সাহস দেখাবে না। ফিল্ডিং ভাল হলে, প্রতিটা দলই একটা আলাদা অ্যাডভান্টেজ পায়। কারণ সুযোগ এবং অতিরিক্ত রান, দুটো কোনওটাই হাতছাড়া হয় না।

Shubman-Sara video: অন্য মহিলার সঙ্গে 'গোপন প্রেম', চোখে-চোখেই শুভমানকে রেড অ্যালার্ট সারার! Video Viral

ক্রিকেটারদের উপর আরও বেশি করে ভরসা রাখতে হবে

গ্রেগ চ্য়াপেল শুভমান গিলকে পরামর্শ দিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে খুব একটা বেশি পরিবর্তন করার দরকার নেই। পাশাপাশি নির্বাচকদেরও তিনি পরামর্শ দিয়েছেন, এই দলের উপর তাঁরাও যেন ভরসা রাখতে পারেন। চ্য়াপেলের কথায়, গিল এবং নির্বাচকদের উচিত সেইসকল ক্রিকেটারদের খুঁজে বের করা যাঁরা চাপের মুখে ভাল পারফরম্য়ান্স করছেন। প্রত্যেক ক্রিকেটারের ভূমিকা সম্পর্কে একজন অধিনায়কের স্পষ্ট ধারণা থাকা দরকার। সেক্ষেত্রে দলের বাকি ক্রিকেটাররাও নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত থাকবে। চ্যাপেলের এই মন্তব্যটি এমন একটা সময় এল, যখন টিম ইন্ডিয়া চলতি টেস্ট সিরিজে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। পরবর্তী টেস্ট ম্য়াচই এই সিরিজের নির্ণায়ক হতে পারে। শুভমানের দায়িত্ব এখন শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলকে কামব্যাক করানোই নয়, নিজেকে একজন ভরসাযোগ্য এবং রণনৈতিক অধিনায়ক হিসেবে প্রমাণও করা। বলা যেতে পারে, এর থেকে ভাল সুযোগ, শুভমানের কাছে আর আসবে না।

Indian Cricket Team IND vs ENG 4th Test Match Greg Chappell Shubman Gill