IND vs ENG 4th Test: ম্যানচেস্টারে ঋষভ পন্থ-আকাশদীপ খেলবেন কি? বড়সড় আপডেট দিলেন শুভমান গিল

Shubman Gill Press Conference: সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভমান গিল বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। যদিও তিনি প্লেয়িং ইলেভেনের নাম প্রকাশ করেননি, তবে ঋষভ পন্থ ও আকাশদীপ সিং নিয়ে বড় আপডেট দিয়েছেন।

Shubman Gill Press Conference: সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভমান গিল বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। যদিও তিনি প্লেয়িং ইলেভেনের নাম প্রকাশ করেননি, তবে ঋষভ পন্থ ও আকাশদীপ সিং নিয়ে বড় আপডেট দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 4th Test Match: পন্থ এবং আকাশদীপকে নিয়ে বড় আপডেট দিলেন শুভমান গিল

IND vs ENG 4th Test Match: পন্থ এবং আকাশদীপকে নিয়ে বড় আপডেট দিলেন শুভমান গিল

IND vs ENG 4th Test Shubman Gill Press Conference: ম্যানচেস্টারে শুরু হতে চলা চতুর্থ টেস্ট ম্যাচের (IND vs ENG 4th Test Match) কয়েক ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে হাজির হন ভারতীয় অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। যদিও তিনি প্লেয়িং ইলেভেনের নাম প্রকাশ করেননি, তবে ঋষভ পন্থ (Rishabh Pant) ও আকাশদীপ সিং (Akash Deep) নিয়ে বড় আপডেট দিয়েছেন।

Advertisment

কী বলেছেন শুভমান গিল?

শুভমান গিল বলেন, "আমরা আরও ভাল মাইন্ডসেট নিয়ে ম্যানচেস্টারে এসেছি। কে খেলছে সেটা বড় কথা নয়, কে কেমন খেলছে সেটাই আসল বিষয়।" তাঁর মতে, টেস্ট ক্রিকেটে প্রতিটি সেশন ভালোভাবে শেষ করা অত্যন্ত জরুরি। এই ম্যাচে পিচে পেস ও বাউন্স থাকবে, যেটা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হবে। ফলে বোলারদের পক্ষে সুবিধা হতে পারে।

Advertisment

আরও পড়ুন ভারতের মান-সম্মান এবার শুভমানের হাতে! ম্যানচেস্টারে হারলেই সব শেষ

পন্থ-আকাশ দীপকে নিয়ে কী বললেন শুভমান?

এই প্রসঙ্গে শুভমান গিল স্পষ্ট জানান যে, "আগামীকাল উইকেটকিপিং করবেন ঋষভ পন্থ। আর আকাশদীপ এই ম্যাচে খেলবেন না।" গ্রোইনের চোটে ভুগছেন আকাশদীপ, যিনি দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেছিলেন। গিল আরও বলেন, "অংশুল কম্বোজ (Anshul Kamboj) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasiddh Krishna) এই দুজনের মধ্যে কে খেলবে, তা আগামীকাল সকালে ঠিক করা হবে।"

এখানে উল্লেখযোগ্য যে, আঙুলে চোট পাওয়ায় আর্শদীপ সিং (Arshdeep Singh) আগেই চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন।

আরও পড়ুন ইতিহাসের দোরগোড়ায় ঋষভ! ধোনি-গিলক্রিস্ট যা পারেননি, সেই কাজটাই এবার করবেন পন্থ

গিল আরও বলেন, "যখন দলের কেউ চোট পায়, তখন সেটা দলের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে ২০ উইকেট নিয়ে ম্যাচ জেতা। এখন পর্যন্ত তিনটি টেস্টে তিনটি আলাদা বোলিং অ্যাটাক নিয়ে মাঠে নামতে হয়েছে। চতুর্থ টেস্টেও সেই একই অবস্থা হতে চলেছে।"

তাঁর মতে, "এটা কোনও অধিনায়কের পক্ষে ভাল পরিস্থিতি নয়, তবে আমি এর জন্য মানসিকভাবে প্রস্তুত।"

Rishabh Pant Shubman Gill Akash Deep IND vs ENG 4th Test Match