/indian-express-bangla/media/media_files/2025/07/22/shubman-gill-4-2025-07-22-19-11-40.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল
India vs England: আগামী ২৩ জুলাই থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচের (IND vs ENG 4th Test Match) আয়োজন করা হচ্ছে। এই ম্যাচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে খেলা হবে। টিম ইন্ডিয়া এই সিরিজে আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে শুভমান গিল (Shubman Gill) যে বেশ চাপে থাকবেন, সেটাই স্বাভাবিক। আসলে, এই ম্য়াচটা টিম ইন্ডিয়া হেরে গেলে এক লজ্জার রেকর্ডের সাক্ষী হতে হবে। এমন এক কাণ্ড, যা আগে কখনও হয়নি। এই লজ্জার হাত থেকে বাঁচতে টিম ইন্ডিয়াকে যে কোনও মূল্যে এই ম্য়াচটা জিততে হবে। নাহলে শুরুতেই শুভমান গিলের অধিনায়কত্বে দাগ লেগে যাবে।
ম্যানচেস্টারে ৯ টেস্ট ম্য়াচ খেললেও একটাও জিততে পারেনি ভারত
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ৯ টেস্ট ম্য়াচ খেলেছে। ১৯৩৬ সাল থেকে শুরু হয়েছিল এই লড়াই, যা আজও অব্যাহত। এই মাঠে ভারতীয় দল এখনও পর্যন্ত ৪ ম্যাচে হারের মুখ দেখেছে। আর পাঁচটি ম্য়াচের নিষ্পত্তি ড্রয়ের মাধ্যমে হয়েছে। অর্থাৎ, ভারতীয় টিম এখানে একটাও ম্য়াচ জিততে পারেনি। ম্যানচেস্টার ছাড়া বার্বাডোজই একমাত্র ক্রিকেট স্টেডিয়াম, যেখানে ভারত আজ পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি।
বার্বাডোজে তো ৯ ম্য়াচের মধ্যে সাতটায় হেরে গিয়েছে ইন্ডিয়া
ম্যানচেস্টারের পরিসংখ্যান তো আপনারা দেখেই নিলেন। এবার বার্বাডোজের ব্যাপারেও জেনে নিন বিস্তারিত। এখানেও টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ৯ টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে সাতটা ম্য়াচেই তারা হেরে গিয়েছে। বাকি দুটো ম্য়াচ ড্র হয়েছে। অর্থাৎ, ১৯৫৩ সাল থেকে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এই মাঠে একটাও ম্য়াচ জিততে পারেনি।
১০ টেস্ট ম্য়াচ খেলেও কোনও দলের অবস্থা এতটা শোচনীয় নয়
এবার সেই লজ্জাজনক রেকর্ডের কথায় আসা যাক। এর আগে কখনও এমনটা হয়নি, ভারতীয় দল ক্রিকেট বিশ্বের কোনও একটি মাঠে ১০ টেস্ট ম্য়াচ খেলেছে এবং তারপরও একটা ম্য়াচ জিততে পারেনি। যদি ম্য়ানচেস্টারে ভারত হেরে যায় কিংবা ম্য়াচটা ড্র হয়, তাহলে লজ্জার এক নয়া রেকর্ড কায়েম হবে। ক্রিকেট বিশ্বের আর অন্য কোনও দেশের কাছেও এমন লজ্জার রেকর্ড নেই যে তারা কোনও একটি স্টেডিয়ামে ১০ টেস্ট ম্যাচ খেলেছে, কিন্তু একটাও ম্যাচে জয়লাভ করতে পারেনি। অর্থাৎ, টিম ইন্ডিয়া এই লজ্জার রেকর্ডের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। যদি ভারত এই ম্য়াচটা জিততে পারে, তাহলেই সম্মান বাঁচানো সম্ভব হবে। নাহলে, শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে এমন একটা কলঙ্কের দাগ লেগে যাবে, যা সহজে ছাড়ানো সম্ভব হবে না।