India vs England: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্য়াচটি (IND vs ENG 4th Test Match) আগামী ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে। এই ম্য়াচে সকলের নজর থাকবে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) উপরে। প্রথম কথা তো, ঋষভ যে চোট পেয়েছিলেন, সেটা আপাতত কেমন রয়েছে। অন্যদিকে, এই ম্য়াচে এক ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। চলতি টেস্ট সিরিজে ঋষভ এমন এক কৃতিত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, যা ইতিপূর্বে বিশ্বের কোনও উইকেটকিপার অর্জন করতে পারেননি।
পন্থের চোট অনেকটাই সেরে গিয়েছে, খেলবেন ম্যানচেস্টার টেস্টে
ম্যানচেস্টারে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্য়াচে ঋষভ পন্থকে দেখতে পাওয়া যাবে। চোটের কারণে তাঁর খেলা নিয়ে সংশয় থাকলেও, আপাতত শোনা যাচ্ছে যে তিনি খেলবেন। তবে ম্য়ানচেস্টারে ঋষভ উইকেটকিপিং করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার। খবর রয়েছে, পন্থ যদি ১০০ শতাংশ ফিট না'ও হন, সেক্ষেত্রেও তাঁকে খেলানো হতে পারে। তখন হয়ত ঋষভকে শুধুমাত্র ব্যাট করতে দেখা যাবে। আর উইকেট কিপিং করবেন ধ্রুব জুরেল। কিন্তু, কিপার-ব্যাটার হিসাবে খেলতে নামলে এক নয়া রেকর্ড কায়েম করবেন তিনি।
Rishabh Pant Record: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ঋষভ, ভাঙার মুখে সেহওয়াগ-রোহিতের রেকর্ড
প্রথম ভারতীয় কিপার-ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক হাজার রানের হাতছানি
ঋষভ পন্থ বিশ্বের প্রথম কিপার-ব্যাটার যিনি ইংল্য়ান্ডের মাটিতে এক হাজার রানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এই ইতিহাস স্পর্শ করতে হলে তাঁকে আর মাত্র ১৯ রান করতে হবে। এমনকী, ক্রিকেট বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিপার-ব্যাটারদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ভারতের মহেন্দ্র সিং ধোনি এই রেকর্ড কায়েম করতে পারেননি। ইংল্যান্ডের মাটিতে পন্থ এখনও পর্যন্ত ৯৮১ রান করেছেন। এরপর এই তালিকায় নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনির। তিনি টেস্ট ফরম্যাটে করেছেন ৭৭৮ রান। মনে রাখবেন, এখানে কিন্তু কিপার-ব্যাটারদের নিয়েই আলোচনা করা হচ্ছে।
Rishabh Pant Injury Update: আদৌ ব্যাট করতে নামবেন তো ঋষভ? কঠিন সমস্যায় টিম ইন্ডিয়া
ইংল্যান্ডে এখনও পর্যন্ত ঋষভের পারফরম্য়ান্স
ইংল্যান্ডের মাটিতে ঋষভ পন্থ টেস্ট ক্রিকেটে কেমন পারফরম্য়ান্স করেছেন, আসুন সেইদিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। ব্রিটিশভূমে ঋষভ এখনও পর্যন্ত ১২ টেস্ট ম্য়াচের ২৩ ইনিংসে ৯৮১ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল ৪২.৬৫। ইংল্যান্ডে পন্থ এখনও পর্যন্ত ৪ শতরান এবং ৪ হাফসেঞ্চুরি করেছেন। পন্থ আপাতত এক নম্বরেই রয়েছেন। কিন্তু, এবার তিনি রেকর্ড কায়েম করার চেষ্টা করবেন। যদি এই ১,০০০ রানের মাইলফলক তিনি স্পর্শ করতে পারেন, তাহলে সেটা দেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।