IND vs ENG 4th Test: টিম ইন্ডিয়া শিবিরে বজ্রপাত! ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার, কে খেলবেন তাঁর জায়গায়?

IND vs ENG 4th Test: উইকেটকিপার ঋষভ পন্থ, পেসার আকাশ দীপ এবং আর্শদীপ সিংয়ের চোট দলের ব্যালান্স নষ্ট করে দিয়েছে। এবার শোনা যাচ্ছে, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও চোটের কারণে ছিটকে গেছেন।

IND vs ENG 4th Test: উইকেটকিপার ঋষভ পন্থ, পেসার আকাশ দীপ এবং আর্শদীপ সিংয়ের চোট দলের ব্যালান্স নষ্ট করে দিয়েছে। এবার শোনা যাচ্ছে, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও চোটের কারণে ছিটকে গেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Nitish Kumar Reddy Injury: চোটের কারণে ছিটকে গেলেন নীতীশ কুমার রেড্ডি

Nitish Kumar Reddy Injury: চোটের কারণে ছিটকে গেলেন নীতীশ কুমার রেড্ডি

Who will replace Nitish Kumar Reddy: শনির দশা চলছে টিম ইন্ডিয়ার। একে তো ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে (IND vs ENG) ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তার মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতো ভারতীয় দল এই মুহূর্তে চোট আঘাতে চরম সমস্যার মধ্যে পড়েছে। উইকেটকিপার ঋষভ পন্থ, পেসার আকাশ দীপ এবং আর্শদীপ সিংয়ের চোট দলের ব্যালান্স নষ্ট করে দিয়েছে। এবার শোনা যাচ্ছে, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও (Nitish Kuumar Reddy) চোটের কারণে ছিটকে গেছেন। তাঁকে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হতে পারে।

Advertisment

অন্ধ্রপ্রদেশের এই তরুণ ক্রিকেটার অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে এখনও পর্যন্ত খুব একটা ছাপ ফেলতে পারেননি। দুই টেস্টে করেছেন মাত্র ৪৫ রান, নিয়েছেন তিনটি উইকেট। যদিও লর্ডস টেস্টে তাঁর পারফরম্যান্সে কিছুটা আশা জাগে যে ভবিষ্যতে তিনি প্রভাবশালী হয়ে উঠতে পারেন।

আরও পড়ুন চতুর্থ টেস্টের আগে মহাবিপদে ভারত, টিম ইন্ডিয়ার স্কোয়াডে এন্ট্রি ২৪ বছরের দুর্ধর্ষ বোলারের

Advertisment

ভারত এখন সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে (IND vs ENG 4th Test Match) এবং দলকে আবার ঢেলে সাজানোর প্রয়োজন পড়তে পারে। ম্যানচেস্টার টেস্টের আগে নীতীশের বদলে তিনটি বিকল্প নিয়ে ভাবা হচ্ছে।

প্রথম বিকল্প- 'লাইক টু লাইক' পরিবর্তন হিসেবে শার্দূল ঠাকুরকে দলে নেওয়া। যদিও হেডিংলির প্রথম টেস্টে ব্যাটে খুব একটা সফল ছিলেন না, এবং বোলিংয়েও তাঁকে বেশি ব্যবহার করা হয়নি।

দ্বিতীয় বিকল্প- দলের কভার হিসেবে আসা অংশুল কম্বোজ। গত এক বছরে তিনি ভারতের অন্যতম সেরা ঘরোয়া ফাস্ট বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত 'এ' দলের হয়ে অর্ধশতরান করেও দেখিয়েছেন যে ব্যাট হাতেও অবদান রাখতে পারেন।

আরও পড়ুন মহা বিপদে টিম ইন্ডিয়া, ম্যানচেস্টার টেস্টের আগে 'বিদায়' তারকা ক্রিকেটারের

আকাশ দীপ এখনও পুরোপুরি ফিট নন, তাই তিনি হয়তো স্কোয়াডের বাইরে চলে যেতে পারেন। এমন অবস্থায় অংশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ দু’জনকেই একাদশে রাখতে হতে পারে। তবে অংশুল-শার্দুল কম্বিনেশন বোলিং অ্যাটাকে কিছুটা দুর্বল করে তুলতে পারে।

তৃতীয় বিকল্প- নীতীশ রেড্ডির বদলে ধ্রুব জুরেল এবং আকাশ দীপের জায়গায় কম্বোজকে সুযোগ দেওয়া। লর্ডস টেস্টে ব্যাটিং সমস্যায় পড়েছিল ভারত, সেখানে জুরেল ব্যাটিং শক্তি বাড়াতে পারেন। এই কম্বিনেশনে ভারতের বোলিং আক্রমণ হবে- জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, অভিষেক করা অংশুল কম্বোজ, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর।

Nitish Kumar Reddy IND vs ENG IND vs ENG 4th Test Match