/indian-express-bangla/media/media_files/2025/07/20/ind-vs-eng-4th-test-2025-07-20-14-38-42.jpg)
IND vs ENG 4th Test: ম্যানচেস্টারে মরণবাঁচন ম্যাচের আগে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া
Team India Squad Update for IND vs ENG 4th Test: আশঙ্কাই সত্যি হল! ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test Match) বিরাট দুঃসংবাদ ছারখার টিম ইন্ডিয়া। ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার। বাঁ পায়ের হাঁটুতে মারাত্মক চোটের কারণে আর বাকি দুটি টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার। সিরিজের মাঝপথেই তিনি ফিরে আসছেন দেশে। তাঁর চোট নিয়ে বিরাট আপডেট দিল বিসিসিআই। আরও খারাপ খবর, দলের তারকা বোলারও পরের টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। সবমিলিয়ে ধাক্কার পর ধাক্কা খেল টিম ইন্ডিয়া।
জানা গিয়েছে, তারকা অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) গোটা সিরিজের জন্যই ছিটকে গিয়েছেন। বাকি দুটি টেস্ট ম্যাচে খেলতে পারবেন না অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার। তাঁর বাঁ পায়ের হাঁটুর চোটের কারণে তিনি আর খেলতে পারবেন না ইংল্যান্ড সিরিজে। নীতীশ কুমার রেড্ডি ফিরে আসছেন দেশে। বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, নীতীশের দ্রুত সুস্থতা কামনা করছে বোর্ড।
আরও পড়ুন টিম ইন্ডিয়া শিবিরে বজ্রপাত! ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার, কে খেলবেন তাঁর জায়গায়?
🚨 Squad Update: Nitish Kumar Reddy ruled out of the series. Arshdeep Singh ruled out of fourth Test 🚨
— BCCI (@BCCI) July 21, 2025
The Men’s Selection Committee has added Anshul Kamboj to the squad.
More details here - https://t.co/qx1cRCdGs0#TeamIndia#ENGvIND
আবার আরেক তারকা বোলারও চোটের কারণে খেলতে পারবেন না ম্যানচেস্টার টেস্ট ম্যাচ (IND vs ENG)। দিন কয়েক আগে অনুশীলনের সময় আর্শদীপ সিং (Arshdeep Singh) বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগে। তাঁর চোটের অবস্থায় পর্যবেক্ষণে রেখেছে বোর্ডের মেডিক্যাল টিম। তবে যা পরিস্থিতি তিনি আপাতত চতুর্থ টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। অবশ্য পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের আগে চোট সারিয়ে খেলতে পারেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন মহা বিপদে টিম ইন্ডিয়া, ম্যানচেস্টার টেস্টের আগে 'বিদায়' তারকা ক্রিকেটারের
ওয়ার্কলোড কমানোর জন্য ম্যানচেস্টার টেস্টে জসপ্রিত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দিয়ে আর্শদীপ সিংকে খেলানোর কথা ভাবছিলেন গৌতম গম্ভীর-শুভমান গিলরা। কিন্তু আর্শদীপের চোট সেই আশায় জল ঢেলে দিয়েছে। এবার সেক্ষেত্রে বুমরাহকে এই টেস্টে খেলানো ছাড়া উপায় নেই। আর্শদীপের বদলি হিসাবে চেন্নাই সুপার কিংসের তরুণ তুর্কি বোলার অংশুল কম্বোজকে স্কোয়াডে নেওয়া হয়েছে। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ইন্ডিয়া এ টিমের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলেছিলেন কম্বোজ। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৪ বছরের ফাস্ট বোলার।
চতুর্থ টেস্টের জন্য ভারতের স্কোয়াড-
শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, কুলদীপ যাদব, অংশুল কম্বোজ