IND vs ENG 4th Test: ম্যানচেস্টার টেস্টে কিপিং করবেন ঋষভ পন্থ? অবশেষে পাওয়া গেল কঠিন প্রশ্নের উত্তর

Rishabh Pant injury update: ভারতের প্র্যাকটিস সেশনে নজরের কেন্দ্রে ছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আঙুলে চোট পাওয়ার পর তিনি লর্ডস টেস্টে কিপিং করতে পারেননি। পঞ্চম দিনে ব্যাট করতে নেমে তাঁকে যন্ত্রণায় কুঁকড়ে যেতে দেখা গিয়েছিল।

Rishabh Pant injury update: ভারতের প্র্যাকটিস সেশনে নজরের কেন্দ্রে ছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আঙুলে চোট পাওয়ার পর তিনি লর্ডস টেস্টে কিপিং করতে পারেননি। পঞ্চম দিনে ব্যাট করতে নেমে তাঁকে যন্ত্রণায় কুঁকড়ে যেতে দেখা গিয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant Wicket Keeper: গ্লাভস হাতেও অনন্য নজির গড়লেন ঋষভ পন্থ

Rishabh Pant Wicket Keeper: চতুর্থ টেস্টে কিপিং গ্লাভস হাতে দেখা যাবে পন্থকে?

Rishabh Pant keeping wickets in Practice Session: চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়ার ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচের (IND vs ENG 4th Test Match) আগে আরও বড় সমস্যা নিয়ে বেশ উদ্বিগ্ন। সবচেয়ে বড় প্রশ্ন ছিল ঋষভ পন্থ (Rishabh Pant) উইকেটকিপিং করতে পারবেন কি না, তা নিয়ে। সোমবার দলের প্র্যাকটিস সেশনে সেই প্রশ্নের উত্তর অনেকটাই পাওয়া গেল। কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জন্য কিছুটা স্বস্তির খবর হল, পন্থকে কোনও সমস্যা ছাড়াই কিপিং ড্রিল করতে দেখা গেছে।

Advertisment

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ ভারতের জন্য মরণবাঁচন লড়াই হয়ে উঠেছে। এখন পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে ইংল্যান্ড জিতেছে দুটি, আর ভারত একটিতে জয় পেয়েছে। ফলে চতুর্থ টেস্ট জিতলে ইংল্যান্ড সিরিজ জিতে নেবে এবং ভারতীয় দলের সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হবে। এরই মধ্যে বার্মিংহ্যাম টেস্টে ১০ উইকেট নেওয়া পেসার আকাশ দীপের চোট ভারতীয় শিবিরের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। তাই টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অংশুল কম্বোজকে।

আরও পড়ুন এক ক্রিকেটারেই নষ্ট হতে পারে যাবতীয় সমীকরণ, টিম ইন্ডিয়া কি করবে সেই মারাত্মক ভুল?

Advertisment

ভারতের প্র্যাকটিস সেশনে নজরের কেন্দ্রে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আঙুলে চোট পাওয়ার পর তিনি লর্ডস টেস্টে কিপিং করতে পারেননি। পঞ্চম দিনে ব্যাট করতে নেমে তাঁকে যন্ত্রণায় কুঁকড়ে যেতে দেখা গিয়েছিল। তবে সোমবার তিনি কিপিং ড্রিল করেন এবং এক ঘণ্টার বেশি সময় ধরে ব্যাটিং করেন, তাও ব্যথা ছাড়াই। ফলে চতুর্থ টেস্টের জন্য তাঁকে সম্পূর্ণ ফিট মনে করা হচ্ছে।

অন্যদিকে, অংশুল কম্বোজ (Anshul Kamboj) এবং পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ভারতের প্রথম আউটডোর অনুশীলনে ভালভাবেই বল করেছেন। গ্রোইনের চোটে ভুগছেন আকাশ দীপ এবং তাঁকে ফিজিওর পক্ষ থেকে নেট সেশনে বল করতে দেওয়া হয়নি। তিনি বোলিং কোচ মর্নি মর্কেলের তত্ত্বাবধানে ফিটনেস টেস্টে অংশ নেন।

আরও পড়ুন ওল্ড ট্রাফোর্ডে কাটবে ৩৫ বছরের খরা? শেষবার শচীন গড়েছিলেন এই রেকর্ড

সোমবার দলে যোগ দেওয়া অংশুল কম্বোজের অভিষেকের সম্ভাবনা বাড়ছে। যদি আকাশ দীপ ম্যাচ ফিট না হন, তবে বুমরাহ ও সিরাজের সঙ্গে তৃতীয় পেসারের জন্য কম্বোজ বা প্রসিদ্ধ কৃষ্ণ, এই দুইয়ের মধ্যে কাউকে বেছে নিতে হবে। চোটে থাকা আর্শদীপ সিংয়ের কভার হিসেবেই দলে নেওয়া হয়েছে কম্বোজকে। তিনি অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির পরিবর্ত হিসেবে খেলতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। এমনকি তিনি শার্দুল ঠাকুরের সঙ্গে সংক্ষিপ্ত ব্যাটিং সেশনেও অংশ নিয়েছেন।

Rishabh Pant IND vs ENG IND vs ENG 4th Test Match