IND vs ENG 4th Test Match: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। প্রথম ৩ ম্য়াচের ফলাফল ইতিমধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। ইংল্যান্ড আপাতত এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। হেডিংলে এবং লর্ডস টেস্টে জয়লাভ করেছে ইংল্যান্ড। অন্যদিকে, এজবাস্টনে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচে জিতেছিল ভারত (Indian Cricket Team)। আগামী ২৩ জুলাই থেকে ম্য়ানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।
ম্য়ানচেস্টারে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সামনে একটাই লক্ষ্য রয়েছে। আর সেটা হল চতুর্থ টেস্ট ম্য়াচে জয়লাভ করে সিরিজে সমতা ফেরানো। যদি টিম ইন্ডিয়া এই ম্য়াচে ইংরেজদের হারাতে পারে, তাহলে এক নয়া ইতিহাস কায়েম করতে পারবে। আসলে, ভারতীয় ক্রিকেট দল ম্য়ানচেস্টারে এখনও পর্যন্ত একটাও টেস্ট ম্য়াচ জিততে পারেনি। এই পরিস্থিতিতে শুভমানের সামনে একটা ইতিহাস কায়েম করার সুযোগ রয়েছে।
IND vs ENG 4th Test: বিরাট দুঃসংবাদ ছারখার টিম ইন্ডিয়া, সিরিজ থেকে ছিটকেই গেলেন তারকা অলরাউন্ডার
৩৫ বছর ধরে রয়েছে সেঞ্চুরির অপেক্ষা
শুধু তাই নয়, ম্য়ানচেস্টারে গত ৩৫ বছর ধরে কোনও ভারতীয় ব্যাটার শতরান করতে পারেনি। ১৯৯০ সালে শেষবার শচীন তেন্ডুলকর এই কৃতিত্ব কায়েম করেছিলেন। প্রসঙ্গত, ১৯৯০ সালের অগাস্ট মাসে শচীন তেন্ডুলকর ম্য়ানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিলেন। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে তিনি ১১৯ রানের একটি নজরকাড়া ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। এই ইনিংসে তিনি ১৭ বাউন্ডারি হাঁকিয়েছিলেন এবং খেলেছিলেন ১৮৯ বল। তারপর থেকে আর কোনও ভারতীয় ব্যাটার এই মাঠে শতরান করতে পারেননি।
IND vs ENG 4th Test: টিম ইন্ডিয়া শিবিরে বজ্রপাত! ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার, কে খেলবেন তাঁর জায়গায়?
এবার কি হবে সেই অসাধ্যসাধন?
আপনারা হয়ত শুনলে কিছুটা অবাকই হবেন, ভারতীয় ব্যাটারদের মধ্য়ে শেষবার এই ময়দানে হাফসেঞ্চুরি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালের অগাস্ট মাসে তাঁর ব্যাট থেকে ৭১ রানের ইনিংস বেরিয়ে এসেছিল। তারপর থেকে কেটে গিয়েছে ১১ বছর। আর কোনও ভারতীয় ব্যাটার ম্য়ানচেস্টারে অর্ধশতরান করতে পারেননি। তবে চলতি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটাররা যে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তা দেখে বলা যেতেই পারে যে এবার সেই খরা কাটতে পারে।
IND vs ENG 4th Test: চতুর্থ টেস্টের আগে মহাবিপদে ভারত, টিম ইন্ডিয়ার স্কোয়াডে এন্ট্রি ২৪ বছরের দুর্ধর্ষ বোলারের
টিম ইন্ডিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ
ম্য়ানচেস্টারে টিম ইন্ডিয়ার সামনে আপাতত জীবন-মরণ চ্যালেঞ্জ রয়েছে। যদি ইংল্যান্ড এই ম্য়াচটা জিতে যায়, তাহলে গোটা সিরিজটাই হাতছাড়া হয়ে যাবে টিম ইন্ডিয়ার। অন্যদিকে, চতুর্থ টেস্ট ম্য়াচে যদি টিম ইন্ডিয়া জয়লাভ করে, তাহলে পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচই হবে সিরিজের নির্ণায়ক। এই পরিস্থিতিতে চতুর্থ টেস্ট ম্য়াচের ফলাফল কী হয়, সেটাই দেখার।