India vs England: ইংল্যান্ড এবং ভারতের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচ (IND vs ENG 4th Test Match) আগামী ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে আয়োজন করা হবে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আকাশ দীপ, আর্শদীপ সিং চোটের কারণে এই ম্য়াচটা খেলতে পারবেন না। অন্যদিকে, চোটের কারণেই আবার চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) নাকি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে অন্তর্ভূক্ত করা হতে পারে। কিন্তু, কুলদীপকে দলে নিলে আদৌ কি লাভ হবে শুভমানদের? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
টিম ইন্ডিয়ার প্রথম একাদশে আদৌ হবে কুলদীপ যাদবের এন্ট্রি?
ম্যানচেস্টারের উইকেট সাধারণভাবে পেস বোলারদের সাহায্য় করে থাকে। অন্যদিকে, আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই ম্য়াচে ৫ দিনই বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কুলদীপ যাদবকে যদি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হয়, তাহলে সেটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত হতে পারে।
IND vs ENG 4th Test: ওল্ড ট্রাফোর্ডে কাটবে ৩৫ বছরের খরা? শেষবার শচীন গড়েছিলেন এই রেকর্ড
যদি কুলদীপ যাদবকে ম্যানচেস্টার টেস্টে খেলানো হয়, তাহলে ভারতের কাছে তিন-তিন স্পিনার হয়ে যাবে। ম্য়ানচেস্টারের উইকেটে ৩ স্পিনার নিয়ে মাঠে নামা অবশ্যই একটা বিপদজনক সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি কুলদীপকে দলে নেওয়া হলে টিম ইন্ডিয়ার কম্বিনেশনও ঘেঁটে যেতে পারে।
IND vs ENG 4th Test: টিম ইন্ডিয়া শিবিরে বজ্রপাত! ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার, কে খেলবেন তাঁর জায়গায়?
ইংল্যান্ডে মাত্র একটাই ম্য়াচ খেলেছেন কুলদীপ যাদব
কুলদীপ যাদব এখনও পর্যন্ত ইংল্যান্ডে মাত্র একটাই টেস্ট ম্য়াচ খেলার সুযোগ পেয়েছেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্য়াচটি খেলেছিলেন তিনি। ওই ম্যাচে তিনি মাত্র একটাই উইকেট শিকার করতে পেরেছিলেন। এরপর থেকে ইংল্যান্ডে আর কোনও টেস্ট ম্য়াচ খেলার সুযোগ পাননি তিনি।
IND vs ENG 4th Test: বিরাট দুঃসংবাদ ছারখার টিম ইন্ডিয়া, সিরিজ থেকে ছিটকেই গেলেন তারকা অলরাউন্ডার
২০২৪ সালে কুলদীপ শেষ টেস্ট ম্য়াচটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। এরপর চোটের কারণে দীর্ঘদিন তিনি মাঠের বাইরে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে কুলদীপকে রাখা হলেও, এখনও পর্যন্ত তাঁকে একটাও ম্য়াচে খেলানো হয়নি।
IND vs ENG 4th Test: চতুর্থ টেস্টের আগে মহাবিপদে ভারত, টিম ইন্ডিয়ার স্কোয়াডে এন্ট্রি ২৪ বছরের দুর্ধর্ষ বোলারের
টেস্ট ফরম্য়াটে কুলদীপ যাদবের পরিসংখ্যান
এবার কুলদীপ যাদবের টেস্ট পরিসংখ্যান নিয়ে আলোচনা করা যাক। এখনও পর্যন্ত তিনি ১৩ টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এরমধ্যে ২৪ ইনিংসে তিনি ২২.১৬ গড়ে মোট ৫৬ উইকেট শিকার করেছেন। ইতিমধ্য়ে এক ইনিংসে তাঁর সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স হল ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট। এখনও পর্যন্ত চারবার তিনি এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। কুলদীপকে নিয়ে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট এবার কী সিদ্ধান্ত গ্রহণ করে আপাতত সেটাই দেখার।