IND vs ENG 4th Test: চতুর্থ টেস্টে বিস্ফোরক চাল টিম ইন্ডিয়ার, অভিষেক হতে চলেছে ২৪ বছরের তুফানি বোলারের

IND vs ENG 4th Test: ভারতীয় অধিনায়ক শুভমান গিল নিশ্চিত করেছেন যে পেসার আকাশ দীপ কোমরের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। ফলে তাঁর জায়গায় তরুণ পেসার অংশুল কাম্বোজের খেলানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।

IND vs ENG 4th Test: ভারতীয় অধিনায়ক শুভমান গিল নিশ্চিত করেছেন যে পেসার আকাশ দীপ কোমরের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। ফলে তাঁর জায়গায় তরুণ পেসার অংশুল কাম্বোজের খেলানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Anshul Kamboj Debut: ম্যানচেস্টার টেস্টে ভারতের বড় অস্ত্র হতে পারেন অংশুল কাম্বোজ

Anshul Kamboj Debut: ম্যানচেস্টার টেস্টে ভারতের বড় অস্ত্র হতে পারেন অংশুল কাম্বোজ

Anshul Kamboj likely to debut in Manchester Test: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) অভিষেক হতে চলেছে ভারতের তরুণ তুর্কি ফাস্ট বোলারের। ভারতীয় অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) নিশ্চিত করেছেন যে পেসার আকাশ দীপ কোমরের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। ফলে তাঁর জায়গায় তরুণ পেসার অংশুল কাম্বোজের (Anshul Kamboj) খেলানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট (IND vs ENG) ম্যাচ বুধবার থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩:৩০টায়।

Advertisment

চতুর্থ টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে গিল বলেন, “তৃতীয় পেসার হিসেবে অংশুল কাম্বোজ বা প্রসিদ্ধ কৃষ্ণ, এই দু’জনের মধ্যে একজনকে খেলানো হবে।” উল্লেখ্য, তৃতীয় টেস্টের পরে বেকেনহ্যামে প্র্যাকটিস চলাকালীন আর্শদীপ সিং হাতে চোট পান, সেই কারণে কাম্বোজকে দলে অন্তর্ভুক্ত করা হয়। গিল আরও বলেন, “চোট পাওয়াটা কোনও সময়ই সহজ নয়। নীতীশ পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছে। আকাশ দীপও এই ম্যাচে অনুপস্থিত। তবে আমাদের দলে এমন বোলার রয়েছে যারা ২০ উইকেট নিতে সক্ষম।”

আরও পড়ুন ম্যানচেস্টারে নামার আগে রেগে আগুন শুভমান, কড়া কথায় ধুয়ে দিলেন ইংরেজদের

Advertisment

কাম্বোজের আত্মবিশ্বাসী প্রস্তুতি

অংশুল কাম্বোজ সোমবারের অনুশীলনে বল হাতে দারুণ ছন্দে ছিলেন। গিল জানান, “কাম্বোজ এখন অভিষেকের একেবারে দোরগোড়ায়। ওঁর বা প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে কে খেলবে, সেটা কাল জানা যাবে।" গিল বলেন, আকাশ দীপ যেমন ম্যাচ উইনার, তেমনই কাম্বোজও সেই ধাঁচের বোলার। বার্মিংহ্যাম টেস্টে আকাশ দীপ ১০টি উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন।

করুণ নায়ারকে রাখা হতে পারে টিমে

আট বছর পর টেস্ট দলে ফেরা করুণ নায়ারকে (Karun Nair) আরও সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন গিল। তিনি বলেন, আমরা করুণের সঙ্গে কথা বলেছি। আমাদের মনে হয়েছে ও ভাল ব্যাটিং করছে। এমন সিরিজে ফেরত আসা সহজ নয়। করুণ তিন নম্বরে ব্যাটিং চালিয়ে যাবে। আর সাই সুদর্শন ফিরলে তিনি ছয় নম্বরে ব্যাট করবেন।” করুণ ইতিমধ্যে তিন টেস্টে করেছেন: ০, ২০, ৩১, ২৬, ৪০ ও ১৪ রান। সুদর্শন যদি প্লেয়িং ইলেভেনে ফেরেন, তাহলে গিলকে ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে।

আরও পড়ুন চতুর্থ টেস্টের সকালেই চরম দুঃসংবাদ, চোটের কারণে ছিটকে গেলেন ভারতীয় ক্রিকেটার

ইংল্যান্ড ২-১ এগিয়ে, ভারতের সামনে ডু-অর-ডাই পরিস্থিতি

পাঁচ ম্যাচের এই সিরিজে বর্তমানে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারতের জন্য চতুর্থ টেস্ট কার্যত মরণবাঁচন ম্যাচ। সিরিজ জিততে হলে এই টেস্ট জিততেই হবে। যদি ইংল্যান্ড এই ম্যাচ জিতে যায়, তাহলে তারা ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলবে। এমনকি ম্যাচ যদি ড্র-ও হয়, তাহলেও ইংল্যান্ড সিরিজ হারবে না। ফলে ভারতের সামনে এখন জয় ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।

Shubman Gill Anshul Kamboj IND vs ENG IND vs ENG 4th Test Match