IND vs ENG 4th Test Match: চতুর্থ টেস্টের সকালেই চরম দুঃসংবাদ, চোটের কারণে ছিটকে গেলেন ভারতীয় ক্রিকেটার

India vs England 4th Test: চলতি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ব্যাকফুটে রয়েছে। তবে এবার গোদের উপর বিষফোঁড়া হয়ে আরও একজন তারকা ভারতীয় ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেলেন।

India vs England 4th Test: চলতি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ব্যাকফুটে রয়েছে। তবে এবার গোদের উপর বিষফোঁড়া হয়ে আরও একজন তারকা ভারতীয় ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Akash Deep (2)

চোটের কারণে চতুর্থ টেস্ট ম্য়াচ থেকে ছিটকে গেলেন আকাশ দীপ

Indian Cricket Team: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test Match) খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চলতি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ব্যাকফুটে রয়েছে। তবে এবার গোদের উপর বিষফোঁড়া হয়ে আরও একজন তারকা ভারতীয় ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেলেন। এই খবর প্রকাশ্যে টিম ইন্ডিয়ার সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। টিম ইন্ডিয়া যে আপাতত মিনি হাসপাতালে পরিণত হয়েছে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। যদিও এই আশঙ্কা কয়েকদিন আগে থেকেই করা হচ্ছিল। অবশেষে সেই আশঙ্কাতেই কার্যত শিলমোহর পড়ল। অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) কীভাবে এর বিকল্প রাস্তা খুঁজে বের করেন, সেটাই আপাতত দেখার। 

Advertisment

চতুর্থ টেস্ট ম্য়াচ খেলতে পারবেন না আকাশ দীপ

চলতি ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়া আপাতত বেশ বিপদজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। একথা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে আর্শদীপ সিং এবং নীতিশ কুমার রেড্ডি চোটের কারণে চতুর্থ টেস্ট ম্য়াচে খেলতে পারবেন না। এরপর জানা গেল যে আকাশ দীপও (Akash Deep) চতুর্থ টেস্ট ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন। অর্থাৎ, ম্যানচেস্টার টেস্টে খেলার আর কোনও সম্ভাবনাই নেই। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করেছিল। এজবাস্টনে ভারতের জয়ের পিছনে আর্শদীপের একটা বড়সড় ভূমিকা ছিল। কিন্তু, তৃতীয় টেস্ট ম্য়াচে তিনি সেভাবে নজর কাড়তে পারেননি। লর্ডস টেস্টে জসপ্রীত বুমরাহ আগুন বোলিং করলেও, আকাশ দীপকে এই ম্য়াচে যথেষ্ট নিষ্প্রভ লেগেছিল। আর সেকারণেই তৃতীয় টেস্ট ম্য়াচে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি, সিরিজেও তারা পিছিয়ে পড়ে।

Advertisment

IND vs ENG 4th Test: ভারতের মান-সম্মান এবার শুভমানের হাতে! ম্যানচেস্টারে হারলেই সব শেষ

ম্য়ানচেস্টারে প্রথম টেস্ট জয়ের হাতছানি

এবার চতুর্থ টেস্ট ম্য়াচটা ম্যানচেস্টারে আয়োজন করা হচ্ছে। প্রথম কথা তো, এই মাঠে ভারতীয় ক্রিকেট দল আজ পর্যন্ত কোনও টেস্ট ম্য়াচ জিততে পারেনি। এই কথাটা শুভমান গিলও খুব ভাল করেই জানেন। পাশাপাশি, যে ক্রিকেটারদের উপর তিনি ভরসা রাখবেন বলে চিন্তাভাবনা করছিলেন, চোটের কারণে তাঁরাই খেলতে পারবেন না। এই অভাবটা টিম ইন্ডিয়াকে ফেস করতেই হবে।

IND vs ENG 4th Test: ম্যানচেস্টারে ঋষভ পন্থ-আকাশদীপ খেলবেন কি? বড়সড় আপডেট দিলেন শুভমান গিল

এই সমস্যার সমাধান করতে হবে শুভমানকেই

ম্য়ানচেস্টার টেস্টে জসপ্রীত বুমরাহ যে খেলতে নামছেন, সেটা কার্যত নিশ্চিত হয়েই গিয়েছে। কিন্তু, আকাশ দীপের অভাব কীভাবে মেটাবেন শুভমান, সেই রাস্তাটা তাঁকেই খুঁজে বের করতে হবে। যদি এই টেস্ট ম্য়াচেও ভারত হেরে যায়, তাহলেও সিরিজও হাতছাড়া হয়ে যাবে। দীর্ঘদিন পর ইংল্য়ান্ডের মাটিতে সিরিজ জয়ের যে স্বপ্ন টিম ইন্ডিয়া দেখছে, সেটাও একেবারে ধুলোয় মিশে যাবে।

Indian Cricket Team Shubman Gill Akash Deep IND vs ENG 4th Test Match