/indian-express-bangla/media/media_files/2025/07/23/shubman-gill-statement-2025-07-23-10-21-59.jpg)
Shubman Gill Statement: শুভমান গিলের মন্তব্যে চতুর্থ টেস্টের আগে আগুনে ঢি ঢালল
IND vs ENG 4th Test Shubman Gill Bold Statement: ম্যানচেস্টার টেস্টে (IND vs ENG 4th Test Match) নামার আগে রীতিমতো বদলার আগুনে জ্বলছে টিম ইন্ডিয়া। যদিও ভারত সিরিজে (India vs England) ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে, তবে দুই দলের মধ্যে লড়াই রীতিমতো হাড্ডাহাড্ডি। লর্ডস টেস্টে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা এবং বাদানুবাদ এই লড়াইকে আরও বাড়িয়ে দিয়েছে। এরই মাঝে, ম্যানচেস্টারে শুরু হতে চলা চতুর্থ টেস্টের আগে শুভমান গিলের (Shubman Gill) মন্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করল।
লর্ডস টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের ওপেনারদের সময় নষ্ট করার কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গিল। তিনি বলেন, “৯০ সেকেন্ড দেরি করে ক্রিজে আসা মোটেও খেলার স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।" গিলের বক্তব্য, “হ্যাঁ, অনেকে এটা নিয়ে কথা বলছে, তাই আমি একবারে পরিষ্কার করে দিচ্ছি। ইংল্যান্ডের ব্যাটারদের হাতে তখন সাত মিনিটের খেলা বাকি ছিল, আর তারা ১০ বা ২০ নয়, বরং ৯০ সেকেন্ড দেরি করে ক্রিজে আসে। অনেক দলই এমনটা করে, আমরাও হলে হয়তো কম ওভার খেলতেই চাইতাম, কিন্তু সেটা করার একটা শালীন উপায় আছে। যদি শরীরে বল লাগে, তাহলে ফিজিও আসতেই পারেন, সেটা যুক্তিযুক্ত। কিন্তু ৯০ সেকেন্ড দেরি করে ক্রিজে আসা খেলোয়াড়সুলভ আচরণ নয়।”
আরও পড়ুন চতুর্থ টেস্টের সকালেই চরম দুঃসংবাদ, চোটের কারণে ছিটকে গেলেন ভারতীয় ক্রিকেটার
"To come to the crease 90 seconds late is not something that I think comes in the spirit of the game"
— Sky Sports Cricket (@SkyCricket) July 22, 2025
Shubman Gill with some strong words following England's delaying tactics at Lord's 🗣️ pic.twitter.com/FIiw5D9qkZ
লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ ওভারে বোলিং করেছিলেন বুমরাহ। সেই সময় ইচ্ছাকৃত খেলা বিলম্ব করার অভিযোগে ইংল্যান্ডের ব্যাটার ক্রলিকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মকভাবে তালি দেন তিনি। সেই সময় ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে ডাকেটেরও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সিরিজে প্রথমবারের মতো অধিনায়কত্ব করা গিল তখন ক্রলিকে সাহস দেখানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন।
আরও পড়ুুন ম্যানচেস্টারে ঋষভ পন্থ-আকাশদীপ খেলবেন কি? বড়সড় আপডেট দিলেন শুভমান গিল
গিল আরও বলেন, “ওই ঘটনার আগে এমন অনেক কিছু ঘটেছে, যা আমাদের মতে হওয়া উচিত ছিল না। আমি বলছি না এটা নিয়ে গর্বিত, কিন্তু সেই পরিস্থিতির একটা ভূমিকা ছিল। এটা হঠাৎ করে হয়নি, আর আমাদের উদ্দেশ্যও এমন কিছু করার ছিল না। তবে ম্যাচ খেলতে নেমে যখন আপনি দেখেন যে কিছু অন্যায় হচ্ছে, তখন আবেগ মাঝেমধ্যে হঠাৎ করে মাথা চাড়া দেয়।”
আরও পড়ুন ভারতের মান-সম্মান এবার শুভমানের হাতে! ম্যানচেস্টারে হারলেই সব শেষ
যদিও ভারত ৫ ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে, তবুও গিল তার প্রথম টেস্ট সিরিজে অধিনায়কত্বের অভিজ্ঞতা দারুণ উপভোগ করছেন। তিনি আশা করছেন, বাকি দুই টেস্টে ভাগ্য এবার ভারতের পক্ষে থাকবে।