IND vs ENG 4th Test Match: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। চলতি সিরিজে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। টিম ইন্ডিয়ার সিলেকশন নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। চায়নাম্য়ান কুলদীপ যাদবকে এখনও পর্যন্ত রিজার্ভ বেঞ্চেই বসেই রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত কম সমালোচনা হয়নি।
Gautam Gambhir Controversy: 'ওরা সব বলা-কওয়ার উর্ধ্বে...', ইংরেজদের আসল চেহারাটা ফাঁস করলেন গম্ভীর
এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) এই দলের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিরুদ্ধে বিষোদগার করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গম্ভীরের গেম প্ল্যান নিয়ে একেবারে সন্তুষ্ট হতে পারেননি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ম্যানচেস্টার টেস্ট ম্য়াচটা ভারতীয় ক্রিকেট দল ড্র করেছে। ইতিপূর্বে, অস্ট্রেলিয়া সফরে ভারত ১-৩ ব্যবধানে হেরে গিয়েছিল। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেই টিম ইন্ডিয়া ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে গিয়েছিল।
IND vs ENG 4th Test: ৩ ব্যাটারের সেঞ্চুরিতে 'নয়া ইতিহাস', প্রথমবার এই ঘটনার সাক্ষী টিম ইন্ডিয়া
ইএসপিএন ক্রিকইনফোয় ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, গম্ভীর নাকি অলরাউন্ডার ক্রিকেটারদের উপরেই বেশি করে জোর দিচ্ছেন। তাঁর মতে, এই দলে বিশেষজ্ঞ ব্যাটার এবং বোলারের দরকার রয়েছে। এই প্রসঙ্গে তিনি শার্দূল ঠাকুরের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, এই ভারতীয় বোলার ২ টেস্ট ম্য়াচে মাত্র ২৭ ওভার বল করেছে। কিন্তু, কোনও প্রভাব বিস্তার করতে পারেনি।
IND vs ENG 4th Test: সেঞ্চুরি আটকাতে চরম নোংরামি, 'বেহায়া' স্টোকসকে 'অওকাত' দেখিয়ে দিলেন জাডেজা
আরও একজন স্পেশালিস্ট ব্যাটার দরকার: মঞ্জরেকর
একইভাবে নীতিশ কুমার রেড্ডিও চোট পাওয়ার আগে জোড়া টেস্ট ম্য়াচে ২৭ ওভার বল করেছেন। মঞ্জরেকর বললেন, 'যদি চতুর্থ পেসারকে বলই না দেওয়া হয়, তাহলে তাকে খেলানোর দরকারই বা কী! আমার মনে হয়, এই ভাবনাচিন্তা এবং বদলানোর দরকার রয়েছে। ম্য়ানচেস্টার টেস্টে টিম ইন্ডিয়ার আরও একজন বিশেষজ্ঞ ব্যাটারের দরকার ছিল।'