New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/05/mohammed-siraj-2025-07-05-10-36-19.jpg)
Mohammed Siraj: টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ সিরাজ
IND vs ENG 4th Test: ভারতীয় দলের ড্রেসিংরুমের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে ভিতর থেকে হনুমান চালিসার আওয়াজ শোনা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যালকনিতে রয়েছেন পেসার মহম্মদ সিরাজ এবং উইকেটকিপার ঋষভ পন্থ।
Mohammed Siraj: টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ সিরাজ
Hanuman Chalisa in Team India Dressing Room: টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে (IND vs ENG) বর্তমানে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচে ভারত মাত্র ২২ রানে হেরে যায় এক রোমাঞ্চকর লড়াইয়ে। এবার ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট ম্যাচের (IND vs ENG 4th Test Match) জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে ভারতীয় দলের ড্রেসিংরুমের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে ভিতর থেকে হনুমান চালিসার (Hanuman Chalisha) আওয়াজ শোনা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যালকনিতে রয়েছেন পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং উইকেটকিপার ঋষভ পন্থ।
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের হার ভুলে ম্যানচেস্টারে ঘুরে দাঁড়াতে চায় টিম ইন্ডিয়া। প্র্যাকটিসের আগে দলকে এক অনন্য ভক্তিময় পরিবেশে দেখা গিয়েছে। একটি ভিডিও সামনে এসেছে, যা ভারতীয় দলের ড্রেসিংরুমের বলে দাবি করা হচ্ছে। সেখানে হনুমান চালিসার পাঠ চলছিল। ভিডিওতে দেখা যায়, মহম্মদ সিরাজ এবং ঋষভ পন্থ ব্যালকনিতে বসে আলোচনা করছেন, আর ড্রেসিংরুম থেকে ভেসে আসছে হনুমান চালিসা।
🚨"Hanuman Chalisa" sets the tone in Team India's Dressing Room!@rohitjuglan @Wowmomo4u #ENGvIND pic.twitter.com/9WixalVCmU
— RevSportz Global (@RevSportzGlobal) July 17, 2025
আরও পড়ুন বাঁধ মানল না চোখের জল, ড্রেসিংরুমে ফেরার পথেই কেঁদে ভাসালেন সিরাজ
লর্ডস টেস্টে হেরে যাওয়ার পর ভারতের সামনে আর একটি হার মানেই সিরিজ হাতছাড়া হওয়া। তাই এই ম্যাচটা ভারতের জন্য কার্যত মরণবাঁচন পরিস্থিতি। প্রথম টেস্টে ইংল্যান্ড লিডসে জিতেছিল, দ্বিতীয় ম্যাচে ভারত বার্মিংহামে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। কিন্তু লর্ডসের শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ড ২২ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
এই গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে ২৩ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এবং চলবে ২৭ জুলাই পর্যন্ত। ভারতের জন্য এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। এমনকি ম্যাচ ড্র হলেও শেষ টেস্ট জিতে ভারত সিরিজ ২-২-এ শেষ করতে পারবে। অর্থাৎ ভারতের সামনে এখনও সমতা ফেরানোর সুযোগ রয়েছে। কিন্তু এখন আর কোনও ভুলের জায়গা নেই।
আরও পড়ুন সিরাজের শাস্তি নিয়ে বড় মন্তব্য, আইসিসি-কে ধুয়ে দিলেন প্রাক্তন ব্রিটিশ পেসার