Mohammed Siraj ICC Punishment: সিরাজের শাস্তি নিয়ে বড় মন্তব্য, আইসিসি-কে ধুয়ে দিলেন প্রাক্তন ব্রিটিশ পেসার

Mohammed Siraj ICC punishment: ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সিরাজকে বড়সড় শাস্তির মুখে পড়তে হয়েছে। আইসিসি-র রক্তচক্ষু থেকে রেহাই পাননি তিনি।

Mohammed Siraj ICC punishment: ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সিরাজকে বড়সড় শাস্তির মুখে পড়তে হয়েছে। আইসিসি-র রক্তচক্ষু থেকে রেহাই পাননি তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Siraj Punishment

সিরাজের শাস্তি নিয়ে মুখ খুললেন স্টুয়ার্ট ব্রড

Mohammed Siraj: গত ১০ জুলাই থেকে ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে তৃতীয় টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছে। এই টেস্ট ম্য়াচটি (IND vs ENG 3rd Test Match) লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। ম্যাচের চতুর্থ দিন দুর্দান্ত বল করলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের ওপেনিং ব্যাটার বেন ডাকেটকে তিনি আউট করেন। এরপর ডাকেটের সামনে এসে সিরাজ আগ্রাসী উল্লাস করতে শুরু করেন। ইতিমধ্যে আইসিসি-র পক্ষ থেকে সিরাজকে শাস্তি দেওয়া হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকাকে শাস্তি দেওয়ার ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি ইংল্যান্ডের প্রাক্তন পেস বোলার স্টুয়ার্ট ব্রডের। তিনি আইসিসি-র (ICC) কড়া সমালোচনা করলেন।

Advertisment

সিরাজের পাশে দাঁড়ালেন ব্রড

আইসিসি-র থেকে সাজা ঘোষণা হওয়ার পর মহম্মদ সিরাজের পাশে দাঁড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন পেস বোলার স্টুয়ার্ট ব্রড। আইসিসি-র কড়া সমালোচনা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিথেছেন, 'এই সিদ্ধান্ত একেবারেই হাস্যকর। সিরাজের থেকে ১৫ শতাংশ ম্য়াচ ফি কেটে নেওয়া হল। আর শুভমান যে লাইভ টিভিতে গালাগালি দিল, তার বেলা? শাস্তি দিতে হলে দুজনকেই দাও। নাহলে দেওয়ার দরকার নেই। ক্রিকেটাররা তো আর রোবট নয়। আর না ওদের রোবট হওয়া উচিত। কিন্তু, সিদ্ধান্ত কখনই পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয়।'

Advertisment

IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টের মাঝেই বিরাট ধাক্কা! আগ্রাসনের চরম খেসারত দিলেন সিরাজ

কী বলল আইসিসি?

আইসিসি-র পক্ষ থেকে একটি বিবৃতি মারফৎ জানানো হয়েছে, লর্ডস টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে সিরাজ যে আচরণ করেছে, সেটা ক্রিকেটের নিয়ম সংহিতাকে লঙ্ঘন করেছে। সেকারণে ১৫ শতাংশ ম্য়াচ ফি কেটে নেওয়া হবে। আউট করার পর সিরাজ ফলো থ্রু'তে ব্যাটারের কাছে আসেন এবং হিংস্র উল্লাস করেন। ডাকেট যখন প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছিলেন, তখনই এই ঘটনাটি ঘটে।

IND vs ENG 3rd Test: ৪ ফুট দূরে ছিটকে পড়ল স্টাম্প, আগুনে গোলায় পন্থকে বোল্ড করেই হিংস্র উল্লাস আর্চারের

গুরুত্বপূর্ণ বিষয় হল, সিরাজের বলে বেন ডাকেট জসপ্রীত বুমরাহের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর সিরাজ এগিয়ে আসেন এবং ডাকেটের কানের কাছে চিৎকার করতে শুরু করেন। দুজনের কাঁধে ধাক্কাও লাগে। সিরাজ এরপর ডাকেটের দিকে আগ্রাসী দৃষ্টিতে তাকিয়ে থাকেন। শেষপর্যন্ত চিৎকার করেন। আর সেকারণেই আইসিসি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

ICC Mohammed Siraj India vs England IND vs ENG 3rd Test Match