India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের শেষ ম্য়াচটি লন্ডনের কেনিংটন ওভালে আয়োজন করা হয়েছে। এই ম্য়াচের প্রথম দিন বৃষ্টির কারণে মাত্র ৬৪ ওভার খেলা সম্ভব হয়েছিল। টস হারার পর প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারত ৬ উইকেট হারিয়ে ২০৪ রান করেছে। এরমধ্যে করুণ নায়ার (Karun Nair) ৫২ রানে এবং ওয়াশিংটন সুন্দর ১৯ রানে ব্যাট করছেন। সকলেই আপাতত দ্বিতীয় দিনের খেলার জন্য অপেক্ষা করছেন। আশঙ্কা করা হচ্ছে, দ্বিতীয় দিনও বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হতে পারে।
IND vs ENG 5th Test: ওভাল টেস্টের মধ্যেই ইংল্যান্ড শিবিরে বজ্রপাত, ছিটকে গেলেন সেরার সেরা তারকা
দ্বিতীয় দিন লাঞ্চের পর হতে পারে বৃষ্টি
লন্ডনে আয়োজিত চলতি টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনের ওয়েদার রিপোর্ট নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সময় বেলা ১১টা থেকে ম্য়াচ শুরু হয়ে গিয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে আপাতত ৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাঞ্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম হতে পারে। তবে দুপুর ২টো থেকে ৪টের মধ্যে ৫০ শতাংশ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। সেকারণে দ্বিতীয় সেশনের খেলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে দিনের তৃতীয় সেশনে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম হবে বলে আশা করা যেতে পারে। দ্বিতীয় দিনের তাপমাত্রা নিয়ে আলোচনা করা যাক। সর্বাধিক ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে।
IND vs ENG 5th Test: চরম বেইমানির শিকার টিম ইন্ডিয়া? 'আম্পায়ার চুর' রব তুললেন ভারতীয় সমর্থকরা
করুণ নায়ার এবং সুন্দরের উপর বড় দায়িত্ব
ইংল্যান্ড সফরে করুণ নায়ারের পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা হয়েছে। তবে ওভাল টেস্টে তিনি নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন। সবুজ ঘাসে ঢাকা উইকেটে ভারতীয় ব্যাটাররা যখন একে একে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন, সেইসময় প্রথম দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে করুণ নায়ার নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। দ্বিতীয় দিন তাঁর কাঁধে বড় দায়িত্ব রয়েছে। নায়ার এবং সুন্দরের মধ্যে সপ্তম উইকেটে ৫১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। যদি এই পার্টনারশিপে আরও রান যুক্ত হয়, তাহলে ভারতীয় ক্রিকেট দল ভিতটা শক্ত করতে পারবে।