IND vs ENG 5th Test: চরম বেইমানির শিকার টিম ইন্ডিয়া? 'আম্পায়ার চুর' রব তুললেন ভারতীয় সমর্থকরা

Karun Nair Fifty: প্রথম দিনের শেষে ভারত উইকেট হারিয়ে ২০৪ রান করেছে। ৫২ রানে ব্যাট করছেন করুণ নায়ার। আর ১৯ রানে ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিন টিম ইন্ডিয়া কেমন ব্যাটিং করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

Karun Nair Fifty: প্রথম দিনের শেষে ভারত উইকেট হারিয়ে ২০৪ রান করেছে। ৫২ রানে ব্যাট করছেন করুণ নায়ার। আর ১৯ রানে ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিন টিম ইন্ডিয়া কেমন ব্যাটিং করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Kumar Dharmasena

নিজের অজান্তেই ইংল্যান্ডকে সাহায্য করলেন ধর্মসেনা?

India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচটি লন্ডনের কেনিংটন ওভাল স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে প্রথম দিন টিম ইন্ডিয়ার ব্যাটিং একেবারে নজর কাড়তে পারেনি। দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ২০৪ রান করেছে। ৫২ রানে ব্যাট করছেন করুণ নায়ার (Karun Nair)। আর ১৯ রানে ওয়াশিংটন সুন্দর।

Advertisment

ওভাল টেস্টের প্রথম দিন ইংরেজ বোলারদের রাজত্ব দেখতে পাওয়া গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। এই ছবিটা দেখার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকরা বেজায় খেপে উঠেছেন। সমর্থকরা অভিযোগ করছেন, অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা (Umpire Controversy) নাকি টিম ইন্ডিয়ার সঙ্গে বেইমানি করেছেন। আর ইচ্ছাকৃতভাবে ইংল্যান্ডর একটি DRS বাঁচিয়ে দিয়েছেন।

IND vs ENG 5th Test: ৮ বছর পর টেস্টে ফিফটি করুণ নায়ারের! কঠিন সময়ে সোজা ব্যাটেই জবাব নিন্দুকদের

Advertisment

বেইমানির শিকার টিম ইন্ডিয়া?

আসলে, এই ঘটনাটি ভারতীয় ইনিংসের ১৩ ওভারে ঘটেছে। জস টাংয়ের একটি ইনসুইং ডেলিভারি সোজা এসে সাই সুদর্শনের পায়ে আঘাত করে। বলটা এতটাই অসাধারণ ছিল যে সুদর্শন নিজের ভারসাম্য ধরে রাখতে পারেননি। মাটিতে পড়ে যান তিনি। টাং সহ গোটা ইংল্যান্ড ক্রিকেট দল আউটের আবেদন করেছিলেন। কিন্তু, আম্পায়ার জানিয়ে দেন এটা আসলে নট আউট। এই সিদ্ধান্ত জানানোর সময়ই আম্পায়ার কুমার ধর্মসেনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

IND vs ENG 5th Test: একেই বলে কুড়ুলে পা মারা! ওভালে ‘আত্মঘাতী রানআউট’! শুভমানকে ছিঁড়ে খেলেন কোচ

এই ছবি দেখিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা দাবি করছেন, ইংল্যান্ড ক্রিকেটারদের ধর্মসেনা নাকি বলছেন যে বলটা সুদর্শনের প্যাডে নয়, ব্যাটে লেগেছে। সমর্থকদের কথায়, ধর্মসেনার কারণেই ইংল্যান্ডের একটি DRS বেঁচে যায়। অর্থাৎ আম্পায়ার নিজের অজান্তেই ইংল্যান্ড ক্রিকেট দলকে সাহায্য করে ফেলেছেন।

IND vs ENG: টানা ৩ সিরিজ হারের মুখে ভারত! ওভালে হারলেই ছাঁটাই গম্ভীর? বড়সড় সিদ্ধান্ত নিতে পারে BCCI

প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৬৪ ওভার

যাইহোক, ওভাল টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে মাত্র ৬৪ ওভারই থেলা সম্ভব হয়েছে। উইকেটে আর্দ্রতা থাকার কারণে ব্রিটিশ বোলাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছেন। তবে 'রাক্ষসকূলে প্রহ্লাদ'-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন করুণ নায়ার। এই টেস্ট সিরিজে করুণের ব্যাটিং পারফরম্য়ান্স নিয়ে ইতিপূর্বে যথেষ্ট সমালোচনা হয়েছে। কিন্তু, শেষ টেস্ট ম্য়াচে তিনি টিম ইন্ডিয়ার মানরক্ষা করেছেন। ৯৮ বলে ৫২ রান করে ভারতের আশা এখনও জাগিয়ে রেখেছেন। সঙ্গে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। ম্যানচেস্টার টেস্টে শতরান করেছিলেন তিনি। আর এই ম্য়াচেও তাঁকে বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় দিন টিম ইন্ডিয়া আর কত রান যোগ করতে পারে, সেটাই আপাতত দেখার।

umpire Karun Nair India vs England