India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজের অন্তিম টেস্ট ম্যাচটা কেনিংটন ওভালে আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিন খেলা শুরু হওয়ার আগে ইংল্যান্ড দলে (England Cricket Team) একটি দুঃসংবাদ কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়ল। দলের পেস বোলার ক্রিস ওকস চোটের কারণে পঞ্চম টেস্ট ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন। প্রথম দিন ফিল্ডিং করার সময়ই কাঁধে বাজেভাবে চোট পেয়েছিলেন ওকস। আর এই চোটের কারণেই এমন গুরুত্বপূর্ণ টেস্ট ম্য়াচে তিনি আর খেলতে পারবেন না।
IND vs ENG: টানা ৩ সিরিজ হারের মুখে ভারত! ওভালে হারলেই ছাঁটাই গম্ভীর? বড়সড় সিদ্ধান্ত নিতে পারে BCCI
বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড
ওভালে আয়োজিত পঞ্চম টেস্ট ম্য়াচে ইংল্যান্ড ক্রিকেট দল বড়সড় ধাক্কা খেয়েছে। দলের তারকা পেস বোলার ক্রিস ওকস চোটের কারণে এই গুরুত্বপূর্ণ টেস্ট ম্য়াচে তিনি আর অংশগ্রহণ করতে পারবেন না। ওভাল টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় তিনি মারাত্মক চোট পেয়েছেন।
IND vs ENG 5th Test: একেই বলে কুড়ুলে পা মারা! ওভালে ‘আত্মঘাতী রানআউট’! শুভমানকে ছিঁড়ে খেলেন কোচ
ওকসের কাঁধে চোট লেগেছিল। সেকারণে দ্রুত মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। আর ইংল্যান্ড ক্রিকেট দলের কাছে এটা যে চরম দুঃসংবাদ, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। এই সিরিজের প্রত্যেকটা ম্য়াচেই তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের প্রথম একাদশে ছিলেন। উল্লেখ্য, ওভাল টেস্টের প্রথম দিন ওকস কেএল রাহুলের উইকেটও শিকার করেন।
IND vs ENG 5th Test: ৮ বছর পর টেস্টে ফিফটি করুণ নায়ারের! কঠিন সময়ে সোজা ব্যাটেই জবাব নিন্দুকদের
প্রথম দিন ইংরেজ বোলারদের দাপট
ওভাল টেস্টের প্রথম দিন ইংরেজ বোলারদের দাপট দেখতে পাওয়া গিয়েছে। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা দুর্দান্ত করেন গাস অ্যাটকিনসন। যশস্বী জয়সওয়ালকে মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন তিনি। এরপর কেএল রাহুল ১৪ রান করার পর ক্রিস ওকসের শিকার হলেন।
IND vs ENG 5th Test: চরম বেইমানির শিকার টিম ইন্ডিয়া? 'আম্পায়ার চুর' রব তুললেন ভারতীয় সমর্থকরা
শুভমান গিলের কপালটা খারাপ ছিল। মাত্র ২১ রান করেই তিনি রানআউট হয়ে যান তিনি। অ্যাটকিনসন ফলো-থ্রু'তে নজরকাড়া একটি থ্রো করেন। তারপরই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্যাভিলিয়নে ফিরে যান। রবীন্দ্র জাদেজাও ৯ রান করে আউট হয়ে যান। ধ্রুব জুরেল ১৯ রান করে অ্যাটকিনসনের দ্বিতীয় শিকার করেন। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত টিম ইন্ডিয়া ২০৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে।