India (IND) vs England (ENG) 5th Test Day 1: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ (IND vs ENG) লড়াইয়ে বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপ। বৃষ্টিস্নাত আবহাওয়ায় পিচে আর্দ্রতা এবং হালকা সুইংয়ের সম্ভাবনাই তাঁর এই সিদ্ধান্তের পিছনে বড় কারণ।
ম্যানচেস্টারে শেষ টেস্টে (India vs England) ভারতের বিপক্ষে ড্র করে বাঁচতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই ম্যাচে রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত সেঞ্চুরি ও জুটিতে ভারত এক ঐতিহাসিক ড্র আদায় করে নিয়েছিল। এবার সিরিজ বাঁচাতে মরিয়া গিলের ভারত, আর সিরিজ নিশ্চিত করতে ঝাঁপাবে ইংল্যান্ড।
আরও পড়ুন লন্ডনে সকাল থেকেই বৃষ্টি, ভেস্তে যাবে প্রথম দিনের খেলা? ওভালে আবহাওয়ার খবর কী?
তবে ইংল্যান্ড দলে বড় ধাক্কা, অধিনায়ক বেন স্টোকস খেলছেন না। তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন ওলি পোপ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া স্টোকসের অনুপস্থিতিতে পোপের উপর থাকবে অতিরিক্ত চাপ।
ভারতের পক্ষেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। শার্দুল ঠাকুরের জায়গায় ব্যাটিং গভীরতা বাড়াতে ফিরে এসেছেন করুণ নায়ার। তবে জসপ্রীত বুমরাহকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জল্পনা চলছে, তাঁর বদলি হিসেবে কারা সুযোগ পাবেন, সেটি ছিল আগ্রহের বিষয়।
আরও পড়ুন কখন কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট? না জানলে চরম মিস
দুই দলের প্রথম একাদশ:
ভারত: যশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টং।
ওভালে খেলা ভেস্তে দিতে পারে বৃষ্টি
প্রথম দিনের খেলায় বিঘ্ন ঘটাতে পারে আবহাওয়া (Weather Forecast)। AccuWeather জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং দুপুর ৩টে থেকে ৫টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে হালকা বৃষ্টিপাতও হয়, যার ফলে টসের সময় পিছিয়ে দিতে হয়।
UK Met Office জানিয়েছে, দিনের শুরু থেকে নির্ধারিত সময় পর্যন্ত ৮০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরো দিনজুড়ে বৃষ্টি চলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও দিনের শেষে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে।