IND vs ENG 5th Test Live Streaming: কখন কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট? না জানলে চরম মিস

India vs England 5th Test Live Streaming, IND vs ENG Today Match Live Score Streaming Online: লন্ডনের ঐতিহাসিক কেনিংটন ওভালে আগামী বৃহস্পতিবার শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।

India vs England 5th Test Live Streaming, IND vs ENG Today Match Live Score Streaming Online: লন্ডনের ঐতিহাসিক কেনিংটন ওভালে আগামী বৃহস্পতিবার শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 5th Test: ওভাল টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের

IND vs ENG 5th Test: ওভাল টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের

India National Cricket Team vs England Cricket Team 5th Test Match Live Cricket Score Streaming: লন্ডনের ঐতিহাসিক কেনিংটন ওভালে আগামী বৃহস্পতিবার শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড (England Cricket Team), তবে শেষ ম্যাচে তারা পাচ্ছে না অধিনায়ক বেন স্টোকসকে, যিনি চোটের কারণে এই গুরুত্বপূর্ণ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। স্টোকসের অনুপস্থিতি ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

Advertisment

ভারতের (Indian Cricket Team) দিকেও রয়েছে চিন্তার মেঘ। চতুর্থ টেস্টে ভারতের বোলিং ইউনিট গতি এবং নির্ভুলতার অভাবে কার্যত লড়াই করতে ব্যর্থ হয়। ফলে পঞ্চম টেস্টে তাদের জন্য চাপ বাড়ছে। ঋষভ পন্থ এখনও পুরোপুরি সেরে না ওঠায়, তার পরিবর্তে উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন তরুণ ধ্রুব জুরেল।

আরও পড়ুন ওভালে গম্ভীরের তাণ্ডব! পিচ কিউরেটরের সঙ্গে তুমুল ঝগড়া, পাল্টা কী বললেন শুভমান?

Advertisment

পঞ্চম টেস্টের সময় ও স্থান:

  • তারিখ: ৩১ জুলাই থেকে ৪ আগস্ট, ২০২৫

  • স্থান: কেনিংটন ওভাল, লন্ডন

  • সময়: ভারতীয় সময় বিকেল ৩:৩০ মিনিট থেকে শুরু

কোথায় দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?

ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের সরাসরি সম্প্রচার দেখা যাবে Sony Sports Network-এ। এছাড়া ডিজিটাল মাধ্যমে JioCinemaHotstar অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

আরও পড়ুন ওভাল টেস্টে বাদের খাতায় তারকা ক্রিকেটার! কেমন হবে ভারতের প্রথম একাদশ?

ভারতের স্কোয়াড:

যশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, অংশুল কাম্বোজ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, করুণ নায়ার, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, এন জগদীসন, আর্শদীপ সিং, আকাশ দীপ।

আরও পড়ুন বৃষ্টিতে ভেস্তে যাবে পঞ্চম টেস্ট? কপালে 'শনির দশা' টিম ইন্ডিয়ার

ইংল্যান্ডের স্কোয়াড:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টং, লিয়াম ডসন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার।

Indian Cricket Team England Cricket Team IND vs ENG