IND vs ENG 5th Test: ভাঙা কাঁধেই 'ভয়ঙ্কর খেলা হবে', ভারতকে এক ইঞ্চিও জমি না ছাড়ার হুঁশিয়ারি ইংলিশ তারকার

IND vs ENG 5th Test: উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন দাঁড়িয়ে ওভাল টেস্টের শেষ দিনে, যেখানে ক্রিস ওকস হয়ে উঠতে পারেন ইংল্যান্ডের সম্ভাব্য ‘বীর’, যদিও তাঁর বাঁ কাঁধ প্রায় অকেজো।

IND vs ENG 5th Test: উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন দাঁড়িয়ে ওভাল টেস্টের শেষ দিনে, যেখানে ক্রিস ওকস হয়ে উঠতে পারেন ইংল্যান্ডের সম্ভাব্য ‘বীর’, যদিও তাঁর বাঁ কাঁধ প্রায় অকেজো।

author-image
IE Bangla Sports Desk
New Update
Chris Woakes

Chris Woakes: ভাঙা কাঁধে নিয়ে একহাতেই ব্যাট করবেন ক্রিস ওকস!

Joe Root confirms Chris Woakes will bat with dislocated shoulder: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ (IND vs ENG) হয়ে উঠেছে এক কঠিন পরীক্ষার মঞ্চ, যেখানে দুই দলের ফাস্ট বোলাররা লড়েছেন সীমা ছাড়িয়ে, ব্যথা-যন্ত্রণাকে উপেক্ষা করে। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন দাঁড়িয়ে ওভাল টেস্টের শেষ দিনে, যেখানে ক্রিস ওকস (Chris Woakes) হয়ে উঠতে পারেন ইংল্যান্ডের সম্ভাব্য ‘বীর’, যদিও তাঁর বাঁ কাঁধ প্রায় অকেজো।

Advertisment

চতুর্থ দিনের খেলা শেষে ওভালে ইংল্যান্ড ৩৫ রান দূরে, কিন্তু হাতে রয়েছে মাত্র চারটি উইকেট। জেমি স্মিথের ব্যাটে একমাত্র ভরসা, কিন্তু টেলএন্ডারের সাহায্য ছাড়া ম্যাচ বাঁচানো কঠিন। আর ঠিক সেই জায়গাতেই উঠে আসছে ক্রিস ওকসের নাম।

কালো স্লিংয়ে ঝুলছে বাঁ হাত, কিন্তু তবু সাদা জুতো পরে, সাদা জার্সিতে মাঠের পাশে দেখা গেল ওকসকে। স্কাই স্পোর্টস ক্রিকেটের সঙ্গে কথা বলার সময় জো রুট (Joe Root) জানিয়েছেন, “ওকস হয়তো কাঁধের চোটে অ্যাশেজ থেকে ছিটকে পড়বেন, কিন্তু এখনও নিজেকে ইংল্যান্ডের জন্য উজাড় করে দিতে প্রস্তুত।”

Advertisment

আরও পড়ুন ভারতের বিরুদ্ধে ইতিহাস গড়লেন জো রুট, এক ইনিংসে ভাঙলেন একাধিক রেকর্ড

রুট বলেন, “আপনি যদি ড্রেসিংরুমে তাকান, দেখবেন সে সবার মতোই মাঠে আছে। ওঁর যন্ত্রণা প্রবল, কিন্তু তবুও ও নিজেকে তৈরি রেখেছে শেষ মুহূর্তের লড়াইয়ের জন্য। এটা ওঁর চরিত্রের প্রতিফলন।”

পঞ্চম দিনে যদি পরিস্থিতি তলানিতে পৌঁছে যায়, তাহলে ভারতীয় পেস আক্রমণের সামনে শেষ ভরসা হতে পারেন এই ‘আধা-ফিট’ অলরাউন্ডার। সিরাজ ইতিমধ্যেই বল হাতে দাপট দেখিয়ে ইংল্যান্ডের শিবিরে ধস নামিয়েছেন। স্মিথ আর টেলএন্ডারের মধ্যে তখনও ৩৫ রান বাকি, যেখানে যেকোনও মুহূর্তে ম্যাচের ভাগ্য ঘুরে যেতে পারে।

এই সিরিজে আহত বীরদের অভাব নেই। ভারতের হয়ে ঋষভ পন্থ ভাঙা পা নিয়ে ব্যাট করেছেন, স্টোকস কাঁধের সমস্যায় সিরিজের মাঝপথে ছিটকে গেছেন। আর এখন সেই তালিকায় যুক্ত হচ্ছেন ওকস। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়রা ব্যথানাশক ইনজেকশন নিয়ে শেষ শক্তিটুকু দিয়ে লড়াই করছেন, যেন টাইটানিকের ডেকে দাঁড়িয়ে এক চরম যুদ্ধ।

আরও পড়ুন ৯৩ বছর পর ইংল্যান্ডে ইতিহাস 'স্যর' জাডেজার, কিংবদন্তিকে টেক্কা দিয়ে সব রেকর্ড তছনছ

রুট আরও বলেন, “ওকসের লড়াইয়ের মানসিকতা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। যদি সে শেষ দিনে ব্যাট হাতে আমাদের জয় এনে দেয়, তাহলে এটি হবে এক অবিস্মরণীয় সিরিজের এক বিস্ময়কর উপসংহার।”

তবে রুটের স্বপ্নপূরণের পথে দাঁড়িয়ে আছেন মহম্মদ সিরাজ। ভারতের হয়ে লড়াই চালিয়ে যাওয়া সিংহহৃদয়ের ফাস্ট বোলার, যিনি প্রতিটি ম্যাচে নিজের সর্বস্ব উজাড় করেছেন। শেষ দিনে সিরিজ ২-২ করার জন্য মরিয়া ভারত, আর ইংল্যান্ড চাইছে ৩-১ জয় নিশ্চিত করতে।

Joe Root IND vs ENG Chris Woakes