Joe Root Breaks Many Records against India in Oval Test: ওভাল টেস্টে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট (Joe Root) নিজের ব্যাটে গড়েছেন একাধিক নজির। ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের (IND vs ENG) চতুর্থ দিনে দুরন্ত ১০৫ রানের ইনিংস খেলে কেবল ম্যাচই ঘুরিয়ে দেননি, পাশাপাশি গড়ে ফেলেছেন একাধিক ব্যক্তিগত রেকর্ড। এটি ছিল তাঁর টেস্ট কেরিয়ারের ৩৯তম শতরান। ১৫২ বলের ইনিংসে সাজানো এই শতরান কার্যত ভারতের জয়ের আশা ফিকে করে দেয়।
ভারত প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৩৭৪ রানের টার্গেট দেয়। সেই কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে জো রুট নিজের নিখুঁত টেকনিক ও চোখজুড়ানো ড্রাইভে ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। এই ইনিংসেই রুট ভারতের বিরুদ্ধে টেস্টে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করে ফেলেন।
আরও পড়ুন কপালে জুটল 'গদ্দার' তকমা! সত্যিই কি ক্ষমার অযোগ্য ভুল করলেন সিরাজ?
ডানহাতি এই স্টাইলিশ ব্যাটারের এখন ভারতের বিরুদ্ধে ১৬টি অর্ধশতরানের রেকর্ড রয়েছে। এই পরিসংখ্যানে তিনি কাছাকাছি পৌঁছে গিয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের। ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৭টি হাফসেঞ্চুরি। এদিকে, নিউজিল্যান্ডের রস টেলরও ইংল্যান্ডের বিরুদ্ধে একই রকম রেকর্ড গড়েছিলেন।
আরও পড়ুন রবিবারেও হল না ফয়সালা, ওভাল টেস্ট জিততে শেষদিনে ভারতের চাই ৪ উইকেট, ইংল্যান্ড ৩৫ রান দূরে
সাঙ্গাকারা-পন্টিং-দ্রাবিড়, সবাই পিছনে
এই শতরানের ইনিংসের মাধ্যমে রুট শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে (৩৮ শতরান) পিছনে ফেলে দিলেন টেস্টে সর্বাধিক শতরানের তালিকায়। এখন তাঁর সামনে রয়েছেন কেবল রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন তেন্ডুলকর (৫১) (Sachin Tendulkar)।
আরও পড়ুন ৯৩ বছর পর ইংল্যান্ডে ইতিহাস 'স্যর' জাডেজার, কিংবদন্তিকে টেক্কা দিয়ে সব রেকর্ড তছনছ
রুট এখন একাধিক সিরিজে, বিশেষত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির এই পাঁচ টেস্টের সিরিজে ধারাবাহিকভাবে রেকর্ড ভেঙে চলেছেন। ইতিমধ্যেই তিনি টেস্টে রাহুল দ্রাবিড় ও রিকি পন্টিংয়ের চেয়ে বেশি রান করে ফেলেছেন। লক্ষ্য এখন শচীন তেন্ডুলকরের ১৫,৯২১ রানের ঐতিহাসিক রেকর্ড। সেই পথেই ধীরে ধীরে এগিয়ে চলেছেন ইংল্যান্ডের এই মহাতারকা।