Shubman Gill new record joins Sunil Gavaskar Virat Kohli: ওভালে নয়া ইতিহাস শুভমান গিলের (Shubman Gill)। বৃহস্পতিবার শুরু হওয়া পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে আরও একটি ব্যতিক্রমী রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক। এক টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের মালিক এখন তিনিই। চলতি সিরিজে এখনও পর্যন্ত গিলের সংগ্রহ ৭৩৭* রান, যা সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) ১৯৭৮-৭৯ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা ৭৩২ রানের রেকর্ডকে অতিক্রম করেছে। এই তালিকায় বাকি তিনটি স্থানই দখল করে আছেন বিরাট কোহলি (Virat Kohli), যিনি ইংল্যান্ড (২০১৬/১৭- ৬৫৫ রান), শ্রীলঙ্কা (২০১৭/১৮- ৬১০ রান), এবং আবার ইংল্যান্ড (২০১৮- ৫৯৩ রান) সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন।
গিল ইতিমধ্যেই চলতি সিরিজে ৪টি সেঞ্চুরি করে এক অনন্য নজির গড়েছেন। তিনি হলেন স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান ও সুনীল গাভাসকরের পরে তৃতীয় অধিনায়ক যিনি এক সিরিজে চারটি শতরান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৯০-এরও বেশি। ওভালে প্রথম দিন দুপুরে খেলোয়াড়রা যখন মধ্যাহ্নভোজের বিরতিতে যান, গিল তখন ১৫ রানে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন ওভাল টেস্টের প্রথম দিনেই মারাত্মক ভুল! রোহিত শর্মার রোগে ধরল শুভমানকে?
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তুলনামূলকভাবে সহজে প্রথম সেশন পার করে ভারত। মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ছিল ৭২ রানে ২ উইকেট। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড এদিন মেঘলা আবহাওয়ার পূর্ণ সুযোগ নিতে ব্যর্থ হয়। স্টোকস ও আর্চারের অনুপস্থিতি ইংরেজদের ভোগায়, যদিও গাস অ্যাটকিনসন ও জশ টং ভাল গতিতে বল করে উইকেট থেকে খানিকটা বাউন্স আদায় করে নেন।
ম্যাচের প্রথম ব্রেকথ্রু এনে দেন গাস অ্যাটকিনসন। পঞ্চম ওভারে যশস্বী জয়সোয়ালের প্যাডে আঘাত করা একটি বল নিয়ে রিভিউয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অধিনায়ক ওলি পোপ এবার সঠিক সিদ্ধান্ত নেন, ডিআরএস-এর সাহায্যে জয়সোয়ালকে ২ রানে আউট করা হয়। উল্লেখ্য, গত বছর পোপ অধিনায়ক হিসেবে ১৪টি ভুল রিভিউ নিয়েছিলেন, তাই এই সাফল্য তাঁর জন্য উল্লেখযোগ্য।
আরও পড়ুন দুর্বল বোলিং ঢাকতেই ওভালে সবুজ পিচ! ইংল্যান্ডের ছলচাতুরি ধরে ফেললেন গাভাসকর
অন্যদিকে, ফর্মে থাকা কেএল রাহুল এদিন শুরু থেকেই কিছুটা অস্থির ছিলেন। মাত্র ১৪ রানে ক্রিস ওকসের শরীরঘেঁষা বল কাট করতে গিয়ে উইকেট বিলিয়ে দেন। স্কোর তখন ৩৮/২, ওভালের গ্যালারিতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে এরপর গিল ও তিন নম্বরে নামা সাই সুদর্শন ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন। প্রথম ঘণ্টায় সুদর্শন অনেকটা সাবধানী থাকলেও, পরে সুন্দর টাইমিংয়ে রান তুলতে শুরু করেন এবং ২৫ রানে অপরাজিত থাকেন।
আকাশে মেঘ থাকলেও ভারতীয় শিবিরে ভরসার আলো। গিলের অনবদ্য ফর্ম ও সুদর্শনের ধৈর্য এই টেস্টে ভারতকে এগিয়ে রাখতে পারে। সিরিজের ভাগ্য নির্ধারণে ওভাল টেস্ট এখন হয়ে উঠেছে চরম উত্তেজনার কেন্দ্রবিন্দু।