IND vs ENG 5th Test: দুর্বল বোলিং ঢাকতেই ওভালে সবুজ পিচ! ইংল্যান্ডের ছলচাতুরি ধরে ফেললেন গাভাসকর

IND vs ENG 5th Test Day 1: বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। তাই ওভাল টেস্ট ভারতের কাছে শুধু সমতা ফেরানোর সুযোগ নয়, বরং সম্মান বাঁচানোর লড়াই।

IND vs ENG 5th Test Day 1: বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। তাই ওভাল টেস্ট ভারতের কাছে শুধু সমতা ফেরানোর সুযোগ নয়, বরং সম্মান বাঁচানোর লড়াই।

author-image
IE Bangla Sports Desk
New Update
Oval Pitch for 5th Test: গাভাসকরের অভিযোগ, দুর্বল বোলিং আক্রমণ ঢাকতেই ওভালে সবুজ পিচ বানাল ইংল্যান্ড!

Oval Pitch for 5th Test: গাভাসকরের অভিযোগ, দুর্বল বোলিং আক্রমণ ঢাকতেই ওভালে সবুজ পিচ বানাল ইংল্যান্ড!

Sunil Gavaskar on why England went with green top at Oval Test vs India: ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতে, ইংল্যান্ড (England Cricket Team) ইচ্ছাকৃতভাবেই ভারতের বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টেস্টের (IND vs ENG) জন্য সবুজ পিচ তৈরি করেছে, কারণ দলের বোলিং আক্রমণ বর্তমানে বেশ দুর্বল। বিশেষ করে এই ম্যাচে তারা মাঠে নামছে বেন স্টোকস, জোফ্রা আর্চার এবং ব্রাইডন কার্সের মতো প্রধান উইকেট শিকারিদের ছাড়াই।

Advertisment

সোনি স্পোর্টসে বৃহস্পতিবার গাভাসকর বলেন, “আরে ওঁদের কাছে কোনও বোলিং-ই নেই। এই কারণেই তারা এমন পিচ বানিয়েছে। স্টোকস, আর্চার, কার্স, সবাই উইকেট নিয়েছে। ওঁরা না থাকলে কে উইকেট নেবে? তাই এমন পিচ বানানো হয়েছে যাতে টং ও তাঁর মতো বোলাররা সুবিধা পায়।”

আরও পড়ুন ওভাল টেস্টের প্রথম দিনেই মারাত্মক ভুল! রোহিত শর্মার রোগে ধরল শুভমানকে?

Advertisment

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) আগেই জানিয়ে দিয়েছে, ডান কাঁধের চোটের কারণে বেন স্টোকস ওভাল টেস্টে খেলছেন না। তাঁর পাশাপাশি একাদশে জায়গা পাননি জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্সও। তাঁদের জায়গায় খেলছেন জেকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন ও জশ টং। এই ম্যাচে ইংল্যান্ডের অধিনায়কত্ব করছেন ওলি পোপ, এবং ECB-র বিবৃতি অনুযায়ী, বেথেল ব্যাট করবেন ছয় নম্বরে।

আরও পড়ুন চারটে বদল করে ওভাল টেস্টে নামল ভারত, বাদ পড়লেন কারা? দেখে নিন প্রথম একাদশ

এই সিরিজে স্টোকসের অবদান অনস্বীকার্য। তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭টি উইকেট নিয়ে শীর্ষ বোলার, এবং ম্যানচেস্টার টেস্টে দুর্দান্ত শতরান করে ম্যাচসেরাও হন। একের পর এক ইনজুরির ধাক্কা সামলেও তিনি ছিলেন দলের মূল ভরসা। তবে ফের ইনজুরি তাঁর সামনে বড় বাধা হয়ে দাঁড়াল।

বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। তাই ওভাল টেস্ট ভারতের কাছে শুধু সমতা ফেরানোর সুযোগ নয়, বরং সম্মান বাঁচানোর লড়াই। আর ইংল্যান্ডের লক্ষ্য, সিরিজ নিজেদের নামে করে ঘরের মাঠে জয় উদ্‌যাপন।

আরও পড়ুন লন্ডনে সকাল থেকেই বৃষ্টি, ভেস্তে যাবে প্রথম দিনের খেলা? ওভালে আবহাওয়ার খবর কী?

Sunil Gavaskar England Cricket Team IND vs ENG