IND vs ENG 5th Test Match Shubman Gill Selection Blunder: ওভালে টেস্টের (IND vs ENG) প্রথম দিনেই জোড়া ভুল ভারত অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill)। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের এমন ভুলে হতবাক ধারাভাষ্যকার থেকে প্রাক্তন ক্রিকেটাররাও।
ওভাল টেস্টেও টসে হারল ভারত। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১৫ বার টসে হারল ভারত। শুভমান গিল অধিনায়ক হিসাবে এই সিরিজের পাঁচটি ম্যাচেই টস হেরেছেন। টসের পর প্রেজেন্টেশনে রবি শাস্ত্রী তাঁকে জিজ্ঞাসা করেন, "এই টেস্টে দলে ক’টা পরিবর্তন হয়েছে?" উত্তরে গিল জানান, তিনটি পরিবর্তন হয়েছে, জসপ্রীত বুমরাহর বদলে প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুরের জায়গায় করুণ নায়ার এবং ঋষভ পন্থের পরিবর্তে ধ্রুব জুরেল দলে এসেছেন।
আরও পড়ুন চারটে বদল করে ওভাল টেস্টে নামল ভারত, বাদ পড়লেন কারা? দেখে নিন প্রথম একাদশ
শুভমানের ঘোষণায় বিরাট ভুল
আসলে ভারতীয় দলে মোট চারটি পরিবর্তন হয়েছে, যা বোঝা যায় ম্যাচ শুরুর ঠিক আগে ঘোষিত টিম লিস্ট থেকে। আগের ম্যাচে প্রভাবহীন অংশুল কাম্বোজকে বাদ দিয়ে বাংলার পেসার আকাশ দীপকে প্রথম একাদশে শামিল করা হয়েছে, যা শুভমান তাঁর ঘোষণায় একেবারেই উল্লেখ করেননি।
এই বিভ্রান্তিতে অবাক হয়ে যান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেন, “এই বোলিং লাইনআপ দেখে মনে হচ্ছে ভারত ২০ উইকেট তুলতে হিমশিম খাবে।” চেতেশ্বর পুজারাও প্রশ্ন তোলেন, “আকাশ দীপের মতো ফর্মে থাকা পেসারকে কেন বাইরে রাখা হয়েছে?” পরে বোঝা যায়, আকাশ দীপ আসলে দলে আছেন, কিন্তু গিল সেটাই বলতে ভুলে গেছেন।
আরও পড়ুন কখন কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট? না জানলে চরম মিস
তবে কি চাপে পড়ে এই ভুল?
ক্রিকেটমহলে প্রশ্ন উঠছে, তাহলে কি প্রবল চাপের মধ্যে রয়েছেন শুভমান গিল? সিরিজে এখনও ভারত টিকে আছে, তবে জয়ের কোনও বাস্তব সম্ভাবনা নেই। এই ম্যাচ জিততে না পারলে অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট সিরিজ হারতে চলেছেন গিল। সেই মানসিক চাপই কি তাঁকে এমন ভুল করিয়ে দিল?
এই ধরনের ভুল অবশ্য নতুন কিছু নয়। রোহিত শর্মাও (Rohit Sharma) অতীতে টসের সময় ব্যাটিং-বোলিং সিদ্ধান্তে গড়মিল করে ফেলেছেন, দলে কারা খেলছেন তা বলতে গিয়েও ভুল হয়েছে তাঁর। এবার সেই ভুলের রোগ কি ছড়িয়ে পড়েছে গিলের মধ্যেও?
ওভালের মাঠে শেষ টেস্টে ভারত কতটা ঘুরে দাঁড়াতে পারে, তা ভবিষ্যতের বিষয়। কিন্তু অধিনায়কের এই ভুল শুরুতেই ভারতীয় শিবিরে প্রশ্নের ঝড় তুলে দিয়েছে নিঃসন্দেহে।