Yashasvi Jaiswal century: চলতি ইংল্যান্ড সফরের প্রথম ম্য়াচে যশস্বীর ব্যাট থেকে ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে এসেছিল। আর সিরিজের শেষ টেস্ট ম্যাচেও দুরন্ত শতরান হাঁকালেন তিনি। লন্ডনের কেনিংটন ওভালে ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছে। এই ম্য়াচের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে একটি শতরানের ইনিংস বেরিয়ে এল। এই টেস্ট ম্য়াাচের প্রথম ইনিংসে জয়সওয়াল মাত্র ২ রান করে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু, দ্বিতীয় ইনিংসে তিনি একেবারে স্বাভাবিক ছন্দে ব্যাট করছেন। রান করার কোনও সুযোগই তিনি হাতছাড়া করেননি। আর এই শতরানের দৌলতেই যশস্বী এবার রোহিত শর্মা এবং সুনীল গাভাসকারের একটি বিশেষ তালিকায় নাম লিখিয়ে ফেললেন।
Rinku Singh Job: আচমকা রিঙ্কুর মাথায় বজ্রপাত! বন্ধ হয়ে গেল অন্নসংস্থানের রাস্তা
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের রেকর্ড যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত তিনি ১,১০০-র বেশি রান করে ফেলেছেন। অন্যদিকে, ব্রিটিশদের বিরুদ্ধে তিনি টেস্ট ক্রিকেটে চতুর্থ শতরান হাঁকিয়ে ফেললেন। আর সেইসঙ্গে ভাগ বসালেন রোহিত-গাভাসকারের একটি স্পেশাল রেকর্ডে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক শতরান করেছেন রাহুল দ্রাবিড় এবং শচীন তেন্ডুলকর। দুজনেই সাতটি করে সেঞ্চুরি করেছেন। এই তালিকায় যশস্বী সংযুক্তভাবে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর আগে অবশ্য শুভমান গিল সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন।
IND vs ENG 5th Test: আকাশ দীপ গড়লেন এমন রেকর্ড, গত ২৫ বছরে যা করেছেন মাত্র চার ভারতীয়!
শচীন তেন্ডুলকরের রেকর্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট যশস্বী জয়সওয়ালের রেকর্ড যে কতটা দুর্দান্ত, সেটা একটা ছোট উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে। টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো শচীন তেন্ডুলকরের একটি বিশেষ রেকর্ড এই ওভাল টেস্ট ম্য়াচেই ভেঙে দেন তিনি। মাত্র ২৩ বছর বয়সেই যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৫০+ রান করেছেন। প্রসঙ্গত, ২৩ বছর বয়সেই যশস্বী ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ ফিফটি প্লাস রান করে ফেলেছেন। অন্যদিকে, শচীন তেন্ডুলকর এই ২৩ বছর বয়সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ ফিফটি প্লাস রান করেছিলেন।