Rinku Singh: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ক্রিকেটার রিঙ্কু সিং সম্প্রতি সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের (Priya Saroj) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন। বাগদানের কয়েকদিন পরই গত একমাসের মধ্যে জোড়া ধাক্কা খেলেন রিঙ্কু। একদিকে নির্বাচন কমিশন তাঁকে ভোটার সচেতনতা অভিযানের 'আইকন' পদ থেকে সরিয়ে দিয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল BSA-র সরকারি চাকরি তাঁকে দেওয়া হবে। সেই প্রক্রিয়াও আপাতত স্থগিত হয়ে গিয়েছে। এর পিছনে আসল কারণটা কী? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
রিঙ্কু সিংয়ের সরকারি চাকরিতে লাল কালি?
গত মাসেই উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে মোট ১১ জন খেলোয়াড়কে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই তালিকায় নাম ছিল ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়েরও। বুনিয়াদি শিক্ষা আধিকারিকের পোস্ট অফার করা হয়েছিল রিঙ্কু সিংকে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর ফাইল সোজা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানো হয়েছিল।
Rinku Singh Love Story: কীভাবে লাগল প্রেমের রং? জেনে নিন প্রিয়া-রিঙ্কুর রোম্য়ান্টিক 'লাভস্টোরিয়া'
কিন্তু, গোটা বিষয়টা আপাতত থমকে গিয়েছে। জানা গিয়েছে, রিঙ্কু নাকি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন। অন্যদিকে, বুনিয়াদি শিক্ষা আধিকারিক পদের জন্য ন্যুনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন। রিঙ্কুর থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় নথি চেয়ে পাঠানো হয়েছিল। সেখানেই গোটা ছবিটা স্পষ্ট হয়ে যায়। এই পদের যোগ্যতা তিনি পূরণ করতে পারেননি। শিক্ষা দপ্তরে তাঁর ফাইল আটকে রয়েছে। অর্থাৎ আপাতত যে তিনি সরকারি চাকরি পাচ্ছেন না, সেটা কার্যত নিশ্চিত হয়েই গিয়েছে।
Rinku Singh: লটারি লেগেছে রিংকু সিংয়ের, সপা সাংসদের সঙ্গে বিয়ের আগেই বিজেপি সরকারের চাকরি
বড় ধাক্কা দিয়েছে নির্বাচন কমিশনও
আরও একটি বড়সড় ধাক্কা খেয়েছেন রিঙ্কু সিং। ইতিপূর্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে SVEEP অভিযান অর্থাৎ ভোটদাতা সচেতনতা অভিযানের আইকন পদে বসানো হয়েছিল। কিন্তু, সেখান থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। কয়েকমাস আগেই রিঙ্কুর কাঁধে উত্তর প্রদেশে ভোটারদের সচেতন করার দায়িত্ব এসে পড়েছিল। কিন্তু, সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে এনগেজমেন্ট হওয়ার খবর সামনে আসতে না আসতেই নির্বাচন কমিশনের মনে হয়েছে যে রিঙ্কু আর নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন না। সেকারণে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
Rinku Singh: ক্লাস ৯ ফেল এই ক্রিকেটারের হাতেই শিক্ষক নিয়োগের দায়িত্ব? উঠছে একাধিক প্রশ্ন
একনজরে রিঙ্কুর ক্রিকেট কেরিয়ার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিস্ফোরক ব্যাটিংয়ের কারণেই রিঙ্কু সিং সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। ২০২৩ আইপিএল মরশুমে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে KKR-এর এই তারকা ব্যাটার ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর রাতারাতি তিনি তারকা হয়ে ওঠেন। আইপিএল টুর্নামেন্টে তিনি ৫৯ ম্য়াচে ১৪৫.১৭ স্ট্রাইক রেটে এবং ৩০.৫২ গড়ে মোট ১,০৯৯ রান করেছেন। আইপিএল ধামাকার পর রিঙ্কুর সামনে টিম ইন্ডিয়ার দরজাও খুলে যায়।
Rinku Singh New Haircut: স্টাইলেও রিংকু লাজবাব! সোয়া লাখের হেয়ার কাট দেখে থ নেটপাড়া
২০২৩ সালে রিঙ্কু টিম ইন্ডিয়ার হয়ে টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেন। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩৩ টি-২০ ম্য়াচে ৪২-এর গড়ে মোট ৫৪৬ রান করেছেন। এরমধ্যে তিনটে হাফসেঞ্চুরি রয়েছে। এছাড়া ২ ওয়ানডে ম্যাচে তিনি ২৪.৫০ গড়ে ৫৫ রান করেছেন। তবে এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ডেবিউ করতে পারেননি রিঙ্কু।