IND vs ENG: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির শেষ ম্যাচটি লন্ডনের কেনিংটন ওভালে আয়োজন করা হচ্ছে। আশা করা হয়েছিল, চতুর্থ দিনই এই ম্য়াচের ফলাফল নির্ধারিত হয়ে যাবে। কিন্তু, বৃষ্টির কারণে সেই ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে। জয়ের জন্য টিম ইন্ডিয়াকে এখনও ৪ উইকেট শিকার করতে হবে। অন্যদিকে, ইংল্যান্ডের সামনে জয়ের জন্য দরকার মাত্র ৩৫ রান। তবে আকাশ পরিষ্কার থাকলেই একমাত্র ফলাফল নির্ধারণ সম্ভব। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, পঞ্চম তথা অন্তিম দিনের খেলা কি বৃষ্টির কারণে ভেস্তে যাবে?
Siraj Catch Miss Incident: সিরাজ তো নিমিত্ত! ক্রিকেট ইতিহাসে ৪ স্মরণীয় ক্যাচ মিসের ঘটনা জানেন?
পঞ্চম দিন কেমন থাকবে ওয়েদারের হাল-হকিকত?
কেনিংটন ওভালে পঞ্চম দিন বৃষ্টির ভরপুর সম্ভাবনা রয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ৪ অগাস্ট ৬০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তারপরও এই ম্য়াচের কিছু একটা ফলাফল অবশ্যই নির্ধারিত হবে বলে আশা করা যায়। আসলে, দিনের প্রথম সেশনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাত্র ৫ শতাংশ। এই পরিস্থিতিতে ইংল্যান্ড সহজেই ৩৫ রান করে ফেলতে পারবে। যদি ভারতীয় বোলাররা দ্রুত ৪ উইকেট শিকার করতে না পারে, তাহলে এই ম্য়াচে তাদের পরাজয় স্বীকার করতে হবে। সঙ্গে হাতছাড়া হবে পাঁচ ম্য়াচের এই সিরিজও। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দিনের প্রথম ১ ঘণ্টার মধ্যেই এই ম্যাচের রেজাল্ট বেরিয়ে আসবে। তবে বৃষ্টির কারণে যদি প্রথম সেশনে খেলা না হয়, তাহলে গোটা ম্য়াচ বাতিল হতে পারে।
IND vs ENG: ৭০ বছরের রেকর্ড ভাঙল ভারত-ইংল্যান্ড! এক টেস্ট সিরিজে সেঞ্চুরির বন্যা, ইতিহাস টিম ইন্ডিয়ার
জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে করতে হবে এই 'মিরাকল'
শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল যদি এই টেস্ট ম্য়াচটা জিততে পারে, তাহলে সিরিজ ড্র করতে পারবে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার মান-ইজ্জত কিছুটা হলেও বাঁচবে। আপাতত ব্রিটিশদের হয়ে ব্যাট করছেন উইকেটকিপার জেমি স্মিথ এবং জেমি ওভারটন। দুজনেই যথেষ্ট ভাল ব্যাট করতে পারেন। পাশাপাশি গাস অ্যাটকিনসনের নামেও টেস্ট ক্রিকেটে একটি শতরান রয়েছেন। ভারতকে ওভাল টেস্টে জয়লাভ করতে হলে, এই ৩ ব্যাটারকে ১০ রানের মধ্যে ফেরাতে হবে। সেক্ষেত্রে মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ বোলিং পারফরম্য়ান্স করতে হবে।