Sourav Ganguly praises Mohammed Siraj and Team India: ওভাল টেস্টের (IND vs ENG) শেষদিনে ভারতের ঐতিহাসিক জয়। পঞ্চম দিনে মহাকাব্যিক বীরগাঁথা লিখলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। একাই পাঁচ উইকেট নিয়ে ভেঙে দিলেন ইংল্যান্ডের সব প্রতিরোধ। মিয়াঁ ম্যাজিকে ভারতের ঐতিহাসিক জয়ের জন্য দরাজ প্রশংসা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সিরাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন সোশ্যাল মিডিয়ায়।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। ওভালের মাটিতে ইংল্যান্ডকে ৩৭৪ রানের বিশাল টার্গেট দেয় ভারত। শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান, আর ভারতের দরকার ছিল ৪টি উইকেট। কিন্তু এখানেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মহম্মদ সিরাজ। মাত্র ৫ উইকেট নয়, একেবারে ম্যাচ ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার।
সিরাজের পাশাপাশি ঝলকে ওঠেন আরেক পেসার, প্রসিদ্ধ কৃষ্ণ। তিনিও দুই ইনিংস মিলিয়ে তুলে নেন ৮ উইকেট, প্রতিটি ইনিংসেই ৪টি করে। যদিও ট্রফি থেকে যাবে ইংল্যান্ডের ঘরে (কারণ ইংল্যান্ড ছিল বর্তমান ট্রফি হোল্ডার), তবে সিরিজের শেষ ম্যাচে ভারতের এই দুর্দান্ত কামব্যাক এবং বোলারদের অনবদ্য লড়াই বহুদিন মনে রাখবে ক্রিকেটবিশ্ব।
আরও পড়ুন বিশ্বাসে মিলায় জয়, ওভালে দেখিয়ে দিলেন সিরাজ, এক ফুলটসেই শেষ ইংল্যান্ডের জারিজুরি
ভারতের এই ঐতিহাসিক জয়ের পর সৌরভ নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, 'দুর্দান্ত টিম ইন্ডিয়া! ক্রিকেটের সেরা ফরম্যাট টেস্ট-ই। শুভমান গিলের নেতৃত্বে দুর্দান্ত টিম এবং কোচ, সাপোর্ট স্টাফদের অনেক শুভেচ্ছা। সিরাজ কোনওদিন নিজের দলকে বিশ্বের কোথাও ডোবায়নি। সত্যি-ই দেখার মতো ম্যাচ। দারুণ খেলেছ প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, জয়সোয়াল।'
সৌরভের এই প্রশংসার মধ্যে কোথাও হ্যারি ব্রুকের ক্যাচ মিস করার জন্য সিরাজকে ভিলেন বানানোর চেষ্টাকে কটাক্ষ করা হয়েছে। চতুর্থ দিন ১৯ রানের মাথায় ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারিতে মারাত্মক ভুল করে বসেন। তার পর জীবনদান পেয়ে ব্রুক সেঞ্চুরি করে যান। এমনকী ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন নাসের হুসেনও বলে দেন, ম্যাচের রেজাল্ট যা-ই হোক, সিরাজকে সবাই এ ক্যাচ মিসের জন্য মনে রাখবে।
আরও পড়ুন ওভালে ব্রিটিশদের বুকে ছুরি! সিরাজ-কৃষ্ণের আগুনে বোলিংয়ে রুদ্ধশ্বাস জয় ভারতের
তবে সবাইকে ভুল প্রমাণ করে সিরাজ-ই টেস্ট ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন। ভারতকে বিপদে ফেলা নয়, বরং খাদের কিনারা থেকে টেনে তোলেন তিনি। নিজের উপর বিশ্বাস রেখে কাজের কাজটা করে যান। যার ফলে অবিশ্বাস্য জয় পায় টিম ইন্ডিয়া।