IND vs ENG | WATCH: বিশ্বাসে মিলায় জয়, ওভালে দেখিয়ে দিলেন সিরাজ, এক ফুলটসেই শেষ ইংল্যান্ডের জারিজুরি

Mohammed Siraj India vs England: সিরিজের এই সমাপ্তি শুধু ফলের দিক থেকে নয়, ম্যাচের শেষ মুহূর্তে মহম্মদ সিরাজের বোলিং এবং ভারতের ঘুরে দাঁড়ানোর মানসিকতার জন্যও চিরস্মরণীয় হয়ে থাকবে।

Mohammed Siraj India vs England: সিরিজের এই সমাপ্তি শুধু ফলের দিক থেকে নয়, ম্যাচের শেষ মুহূর্তে মহম্মদ সিরাজের বোলিং এবং ভারতের ঘুরে দাঁড়ানোর মানসিকতার জন্যও চিরস্মরণীয় হয়ে থাকবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Siraj Winning Moment: নিজের উপর বিশ্বাস থেকেই জয়ের মন্ত্র পান মহম্মদ সিরাজ

Mohammed Siraj Winning Moment: নিজের উপর বিশ্বাস থেকেই জয়ের মন্ত্র পান মহম্মদ সিরাজ

Mohammed Siraj rattles Gus Atkinson’s stumps to seal unbelievable win for India at The Oval: ওভালে পঞ্চম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ নাটকীয়তায় ভরা এক টেস্ট ম্যাচের পর ভারত ইংল্যান্ডকে (India vs England) হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে নিয়েছে। সিরিজের (IND vs ENG) এই সমাপ্তি শুধু ফলের দিক থেকে নয়, ম্যাচের শেষ মুহূর্তে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বোলিং এবং ভারতের ঘুরে দাঁড়ানোর মানসিকতার জন্যও চিরস্মরণীয় হয়ে থাকবে।

Advertisment

সিরাজের বলে শেষ উইকেট, ওভালে ভারতীয় উল্লাস

চতুর্থ দিনে ভারতীয় বোলারদের একনিষ্ঠ প্রচেষ্টার ফলে একসময় জয় থেকে ছয় রান দূরে থাকা ইংল্যান্ডের স্বপ্ন চূর্ণ করে দেন মহম্মদ সিরাজ। ৩১ বছর বয়সী এই পেসার ৮৯তম ওভারের প্রথম বলেই গাস অ্যাটকিনসনকে এক লো ফুলটস ডেলিভারিতে বোল্ড করে ভারতকে জয়ের উৎসবে ভাসিয়ে দেন। অফ স্টাম্প উপড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওভালের গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকরা এবং খেলোয়াড়রা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

Advertisment

সিরাজ প্রথম ইনিংসেও চারটি উইকেট নিয়েছিলেন, আর দ্বিতীয় ইনিংসে শেষ উইকেট-সহ মোট ৫ উইকেট নেন। পঞ্চম দিনের শুরুতেই তিনি আউট করেন জেমি ওভার্টনকে, যিনি দুটি বাউন্ডারি মেরে ইংল্যান্ডের রান তাড়াকে উত্তেজনাপূর্ণ করে তুলেছিলেন। এরপর প্রসিদ্ধ কৃষ্ণ জশ টংকে বোল্ড করে দিলে ইংল্যান্ড পড়ে যায় শেষ উইকেটে। আহত ক্রিস ওকস তখন স্লিং হাতে সোয়েটার গায়ে নামেন মাঠে। অ্যাটকিনসন কিছুক্ষণ ধরে লড়াই চালিয়ে গেলেও সিরাজের আগুনে বোলিংয়ের সামনে থামেন তিনিও।

আরও পড়ুন ওভালে ব্রিটিশদের বুকে ছুরি! সিরাজ-কৃষ্ণের আগুনে বোলিংয়ে রুদ্ধশ্বাস জয় ভারতের

রুট-ব্রুক জুটি দিয়েছিল ইংল্যান্ডকে আশা

চতুর্থ দিনের বেশিরভাগ সময় ভারতীয় শিবিরে ছিল চাপ এবং হতাশা। ইংল্যান্ডের হয়ে জো রুট ও হ্যারি ব্রুকের বিধ্বংসী জুটি মুহূর্তের মধ্যেই ব্যবধান কমিয়ে দেয়। ব্রুক ৯৮ বলে ঝোড়ো ১১১ রান করেন আকাশ দীপের বলে আউট হন। তখনও ইংল্যান্ড বেশ নির্ভার ছিল। রুট নিজের ৩৯তম টেস্ট শতরান পূর্ণ করে যান এবং জেকব বেথেলের সঙ্গে কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকর পার্টনারশিপ গড়েন।

তবে ভারতের পক্ষে সেই সময় কিছুটা আশার আলো আসে যখন প্রসিদ্ধ কৃষ্ণ ১৫২ বলে ১০৫ রান করা রুটকে আউট করেন। তখন ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৭ রান। সেখান থেকেই ধীরে ধীরে চাপে পড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। কয়েক ওভারের নার্ভাস ব্যাটিং, সঙ্গে খারাপ আলো ও বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা আগেই শেষ হয়ে যায়।

আরও পড়ুন ক্যাচ মিস করে লজ্জিত সিরাজ, 'কাটা ঘায়ে নুনের ছিটে' প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ভাগ, কিন্তু ভারতের জয় ঐতিহাসিক

যদিও সিরিজ ২-২ ড্র হয়ে ট্রফি বর্তমান হোল্ডার ইংল্যান্ডের কাছেই থেকে গেল অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি, তবে ভারতের এই জয় একেবারে ক্রিকেট ইতিহাসে অনন্য জায়গা করে নেবে। ইংল্যান্ডে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজ ড্র করল ভারত, আর ওভালের এই মহাকাব্যিক টেস্ট ম্যাচ বহুদিন ধরে আলোচনায় থাকবে, বিশেষ করে মহম্মদ সিরাজের সেই ‘নাটকীয় ফুল টস’ উইকেটের জন্য।

Mohammed Siraj India vs England IND vs ENG