/indian-express-bangla/media/media_files/2025/08/01/karun-nair-vs-england-2025-08-01-17-33-14.jpg)
Karun Nair vs England: করুণ একাই নন, আরও এক ভারতীয় ক্রিকেটার লম্বা বিরতির পর হাফসেঞ্চুরি হাঁকান
Karun Nair 2nd fifty after 3149 days: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের শেষ টেস্টে (IND vs ENG) ভারতের হয়ে খেলছেন করুণ নায়ার (Karun Nair), আর এই ম্যাচটা তাঁর কেরিয়ারের জন্য একরকম মরণবাঁচন ম্যাচ। আগের তিনটি ম্যাচে বড় রান করতে ব্যর্থ হওয়ায় তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে পঞ্চম টেস্টে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) তাঁকে আবার সুযোগ দিয়েছেন, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রথম দিনেই তুলে নেন ফিফটি।
দীর্ঘ ৩১৪৯ দিনের অপেক্ষার পর টেস্ট ক্রিকেটে ফের পঞ্চাশের ঘরে পৌঁছলেন করুণ। শেষবার ২০১৬ সালের ডিসেম্বরে চিপকে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধেই করেছিলেন অপরাজিত ৩০৩ রানের ঐতিহাসিক ইনিংস। এবার সেই দলের বিরুদ্ধেই আবার পঞ্চাশ পেরোলেন, ওভালের মাঠে। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনের খেলা শেষের সময় তিনি ৫২ রানে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন ওভালের সবুজ পিচে ব্যাটিং ধস, দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট ভারত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোনও ভারতীয় ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ্ব দুটি ইনিংসের মধ্যে এটিই দ্বিতীয় দীর্ঘতম ব্যবধান। এই তালিকায় শীর্ষে রয়েছেন পার্থিব প্যাটেল, যিনি ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ রান করার পর ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৭ রানের ইনিংস খেলে ৪৪২৬ দিনের ব্যবধান পূরণ করেছিলেন।
Made it count & how 👏
— Star Sports (@StarSportsIndia) July 31, 2025
Wickets kept tumbling at the other end, but he stood tall. A fighting fifty for #KarunNair, his first 50+ score since that iconic triple ton! 💪#ENGvIND 👉 5th TEST, DAY 1 | LIVE NOW on JioHotstar 👉 https://t.co/04PYjgLzCWpic.twitter.com/jkUmfRPrid
এমনিতেই করুণের জন্য এই হাফসেঞ্চুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আগের তিন ম্যাচেই তিনি ফিফটির কাছাকাছি গিয়েও উইকেট দিয়ে ফিরে আসেন। এই ম্যাচেও ভারতের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে, মাত্র ৬৪ রানে ৬ উইকেট পড়ে যায়। সেখান থেকে করুণ ও ওয়াশিংটন সুন্দর দলের হাল ধরেন এবং স্কোর ২০০ রানের গণ্ডি পার করান।
আরও পড়ুন ৮ বছর পর টেস্টে ফিফটি করুণ নায়ারের! কঠিন সময়ে সোজা ব্যাটেই জবাব নিন্দুকদের
আট বছর পর টেস্ট দলে ফেরা করুণের এই ইনিংস নিয়ে প্রশংসা করেছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তিনি বলেন, “প্রথম টেস্টে করুণ ছয়ে ব্যাট করেছিলেন, এরপর বাকি দুই টেস্টে তিন নম্বরে খেলেন। আমরা সবসময় জানতাম ওঁর ব্যাটিংয়ের ছন্দ ও গতিশীলতা দুর্দান্ত। ও একজন প্রতিভাবান ক্রিকেটার। আমি মনে করি, ও পরিস্থিতি খুব ভালভাবে বুঝেছে এবং সামলেছে। এত বছর পর কেউ যখন টেস্টে ফিরে আসে, তখন অনেক চাপ থাকে। কিন্তু করুণ সেটা দারুণভাবে সামলেছে।”