Karun Nair hits 50 after 8 years against England: টিম ইন্ডিয়ার ব্যাটার করুণ নায়ারের (Karun Nair) গল্প অজানা নয় ক্রিকেটপ্রেমীদের কাছে। দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টে (IND vs ENG) ব্যাট হাতে নজর কাড়লেন এই কর্ণাটকি ব্যাটার। অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ভরসার প্রতিদান দিয়ে কঠিন সময়ে দলকে টেনে তুললেন তিনি।
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের (India vs England) প্রথম দিনে ভারতের প্লেয়িং ইলেভেনে সুযোগ পান করুণ নায়ার। তিন নম্বরে নয়, তিনি ব্যাট করতে নামেন পাঁচ নম্বরে। দিনের তৃতীয় সেশনে ৮৯ বল খেলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। জ্যাকব বেথেলের ৬২তম ওভারের প্রথম বলে দুটি রান নিয়ে তিনি পঞ্চাশ ছোঁন। তাঁর ইনিংসটি শুধু তাঁর দলে কামব্যাককে মান্যতা দেয়নি, বরং আগামীর জন্যও সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
আরও পড়ুন একেই বলে কুড়ুলে পা মারা! ওভালে ‘আত্মঘাতী রানআউট’! শুভমানকে ছিঁড়ে খেলেন কোচ
উল্লেখযোগ্যভাবে, এর আগে টেস্টে তাঁর সর্বশেষ ৫০+ ইনিংসও এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধেই। ২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাই টেস্টে তিনি ৩৮১ বল খেলে অপরাজিত ৩০৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন, যা এখনও তাঁর কেরিয়ারের একমাত্র ট্রিপল সেঞ্চুরি। এবার ওভালের এই ম্যাচটি তাঁর দশম টেস্ট এবং ১৪টি ইনিংসে তিনি এখন পর্যন্ত ১টি ট্রিপল সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরির সাহায্যে করেছেন মোট ৫৫৭ রান।
বর্তমানে তিনি ও অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর সপ্তম উইকেটে ৮৭ বলে ৫১ রানের পার্টনারশিপ গড়েছেন। সুন্দর যেখানে ৪৫ বলে ১৯ রানে অপরাজিত, করুণ সেখানে ফিফটি পূর্ণ করে আগামী দিনে একটি বড় স্কোরের দিকে নজর দিয়েছেন। তাঁর লক্ষ্য ভারতকে প্রথম ইনিংসে একটি সম্মানজনক ও প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছে দেওয়া।
আরও পড়ুন টানা ৩ সিরিজ হারের মুখে ভারত! ওভালে হারলেই ছাঁটাই গম্ভীর? বড়সড় সিদ্ধান্ত নিতে পারে BCCI
এই টেস্টে ভারতীয় দলের শুরুটা অবশ্য ভাল হয়নি। ওপেনার যশস্বী জয়সোয়াল মাত্র ২ রানে গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হন। শুভমান গিলও ২১ রানে রানআউট হয়ে ফেরেন। তবে মাঠ ছাড়ার আগে গিল ভারতের হয়ে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের নামে করে নেন। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় ম্যাচে সুনীল গাভাসকর করেছিলেন ৭৩২ রান। সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেলেন গিল।
এখন দেখার, কামব্যাক ইনিংসকে করুণ নায়ার কতটা বড় করতে পারেন, এবং এই ফর্ম ধরে রেখে তিনি আবার জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেন কি না।
আরও পড়ুন ওভালে নয়া ইতিহাস শুভমানের, গাভাসকর-কোহলির রেকর্ডও ভেঙে চুরমার