Indian Cricket Team: দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের (India vs England) প্রথম ইনিংস। মাত্র ২২৪ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২০৪ রান করেছিল। কিন্তু, দ্বিতীয় দিন মাত্র ২০ রানের মধ্যেই বাকি চারটে উইকেট পড়ে গেল। ভারতের হয়ে সর্বাধিক ৫৭ রান করেন করুণ নায়ার (Karun Nair)। এছাড়া বাকি ব্যাটাররা কেউই সেভাবে নজর কাড়তে পারেনি।
IND vs ENG 5th Test Match: ওভালের সবুজ পিচে ব্যাটিং ধস, দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট ভারত
অন্যদিকে, ব্রিটিশ বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। আলাদা করে নজর কাড়লেন গাস অ্যাটকিনসন। তিনি একাই ৫ উইকেট শিকার করেন। এছাড়া তিনটে উইকেট শিকার করেন জস টাং। ক্রিস ওকস একটাই উইকেট শিকার করেন। যদিও তিনি চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্রিটিশ শিবিরের উপর যে চাপ বাড়বে, তা আশা করা যেতেই পারে।
IND vs ENG 5th Test Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে দ্বিতীয় দিনও? ওভাল টেস্টে সিঁদুরে মেঘ দেখছে ভারত
করুণ আউট হতেই টিম ইন্ডিয়ার পতন শুরু
আশা করা হয়েছিল, দ্বিতীয় দিনের সকালবেলা হয়ত করুণ নায়ার এবং ওয়াশিংটন সুন্দর টিম ইন্ডিয়ার ভিতটা মজবুত করতে পারবেন। সকলেই মনে করছিলেন, ২৫০ রান করতে পারলে ভারত হয়ত একটা সম্মানজনক স্কোরে পৌঁছতে পারবে। কিন্তু, সেই আশা পূরণ হল না। করুণ নায়ার লড়াই করে একটা হাফসেঞ্চুরি আদায় করলেও, সেটা কতটা কাজে লাগবে, তা নিয়ে ইতিমধ্য়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিনের শুরুতেই তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সকালের তৃতীয় ওভারেই জস টাং তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এরপর থেকে টিম ইন্ডিয়ার পতন শুরু হয়।
IND vs ENG 5th Test: ওভাল টেস্টের মধ্যেই ইংল্যান্ড শিবিরে বজ্রপাত, ছিটকে গেলেন সেরার সেরা তারকা
পাঁচ বল পরই ফিরে যান ওয়াশিংটন সুন্দর। প্রথম দিনের শেষে তিনি ১৯ রানে অপরাজিত ছিলেন। কিন্তু, এদিন তিনি তিনি বেপরোয়া শট খেলতে গিয়ে আউট হয়ে যান। একটা শর্ট বল মারতে তিনি ডিপ স্কোয়ার লেগে জেমি ওভারটনের হাতে ক্যাচ তুলে দেন। অ্যাটকিনসন এবং টাং ভারতের লোয়ার অর্ডারকে ধুয়েমুছে সাফ করে দেন। ৩৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করলেন অ্যাটকিনসন।
IND vs ENG 5th Test: চরম বেইমানির শিকার টিম ইন্ডিয়া? 'আম্পায়ার চুর' রব তুললেন ভারতীয় সমর্থকরা
তবে দ্বিতীয় দিন ব্যাটারদের দোষ দিয়ে লাভ নেই। ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্টের যা ক্ষতি হওয়ার, সেটা প্রথম দিনই হয়ে গিয়েছিল। ভারতীয় ইনিংসের শুরুটাই একেবারে ভাল হয়নি। যশস্বী জয়সওয়ালের ব্যাটে রানের খরা অব্যাহত। মাত্র ২ রান করে তিনি ফিরে গেলেন। ১৪ রান করে ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে গেলেন ক্রিস ওকস। শুভমান গিল এবং সাই সুদর্শন কিছুটা হলেও ভরসা দেখাচ্ছিল। কিন্তু, শুভমান (২১) রান আউট হতেই যাবতীয় আশা-ভরসা শেষ হয়ে যায়।