IND vs ENG Anderson-Tendulkar Trophy: টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের (India vs England) শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচ ৩১ জুলাই থেকে কেনিংটন ওভালে শুরু হতে চলেছে। এই টেস্টের জন্য ইতিমধ্যেই দুই দল কেনিংটনে পৌঁছে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। ভারত এই টেস্ট জিতলে সিরিজ (IND vs ENG) ২-২ এ ড্র হবে, আর ইংল্যান্ড জয়ী হলে সিরিজ ৩-১ এ তাদের হয়ে যাবে।
বর্তমানে ভারত সিরিজে ১-২ ফলে পিছিয়ে রয়েছে। এখন প্রশ্ন উঠছে, যদি ভারত শেষ টেস্ট ম্যাচ জিতে সিরিজ সমতায় আনে, তাহলে 'অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি' (Anderson-Tendulkar Trophy) কার দখলে যাবে?
আরও পড়ুন 'তোমার থেকে শিখব না...!', ওভালের কিউরেটরের সঙ্গে তুমুল ঝামেলা গম্ভীরের, Video Viral
সিরিজের নাটকীয় ক্লাইম্যাক্স
এই সিরিজের প্রতিটি ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে। প্রথম টেস্ট হেডিংলিতে ইংল্যান্ড জেতে, দ্বিতীয় টেস্টে ভারত ফিরে এসে জয়ের স্বাদ পায় ও সিরিজে সমতা ফেরায়। তৃতীয় টেস্টে আবার ইংল্যান্ড জয়ী হয় এবং ২-১ ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ টেস্ট ম্যাচ ড্র হওয়ায় ভারতের জন্য শেষ ম্যাচ জিততেই হবে।
আইসিসির নিয়ম কী বলছে?
আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী, যদি কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ ড্র হয়, তাহলে ট্রফিটি সেই দলের কাছেই থেকে যায় যারা আগেরবার এই ট্রফি জিতেছিল। ভারত ও ইংল্যান্ডের মধ্যে যখন শেষবার (২০২১-২২) সিরিজ হয়েছিল, তখন সিরিজ ড্র হয়েছিল। তবে তার আগে ২০১৮ সালের সিরিজ ইংল্যান্ড ৪-১ ব্যবধানে জিতেছিল। সেই সময় থেকেই ট্রফি ইংল্যান্ডের দখলে রয়েছে। সুতরাং, যদি এবার সিরিজ ২-২ এ ড্র হয়, তাহলে ট্রফিটি ইংল্যান্ডের কাছেই থাকবে।
আরও পড়ুন ইংল্যান্ড সিরিজে ১১-৭ স্কোরে এগিয়ে ভারত! এই পরিসংখ্যান দেখলে কুর্নিশ জানাবেন টিম ইন্ডিয়াকে
চূড়ান্ত ছবিটা কী দাঁড়াচ্ছে?
- যদি কেনিংটনের টেস্ট ইংল্যান্ড জেতে: সিরিজ ৩-১, ট্রফি ইংল্যান্ডের।
- যদি ম্যাচ ড্র হয়: সিরিজ ২-১, ট্রফি ইংল্যান্ডের।
- কেবল ভারত যদি জেতে: সিরিজ ২-২ হলেও, ট্রফি থাকবে ইংল্যান্ডের কাছেই (পূর্বতন নিয়ম অনুযায়ী)।
অর্থাৎ, ভারত শেষ টেস্টে জিতলেও ট্রফি ফিরে পাবে না, তবুও এটা হবে মান বাঁচানোর লড়াই। চলতি সিরিজে ভারত ইংল্যান্ডকে দারুণ টক্কর দিয়েছে এবং শেষ ম্যাচেও শুভমান গিলের দল প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, এই প্রত্যাশা থাকাই স্বাভাবিক।