18 Centuries in India vs England Test Series: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আলোচ্য বিষয় হল ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ (India vs England)। জয়-পরাজয়, আবেগ, প্রতিশোধ, নাটক, রোমাঞ্চ সবই রয়েছে এই সিরিজে (IND vs ENG)। ব্যাটে-বলে কামাল দেখাচ্ছেন দুই শিবিরের ক্রিকেটাররা। এখনও পর্যন্ত ৪টি টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। কিন্তু সব ম্যাচেই অ্যাকশন-ড্রামা-থ্রিলের রসদ মজুত ছিল। টানটান উত্তেজনা গড়াচ্ছে পঞ্চম দিন পর্যন্ত।
চলতি সিরিজে যা কিছু ঘটছে তা ইংল্যান্ড তো দূরের কথা, ক্রিকেট ইতিহাসেও বিরল। দুই দল মিলে এমন এক নজির গড়েছে যা আগে কখনও দেখা যায়নি। এই সিরিজে একের পর এক ইতিহাস সৃষ্টি হয়েছে, তেমনই একাধিক রেকর্ড ভেঙে চুরমার হয়েছে।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শেষ করে ভারতীয় দল (Indian Cricket Team) লন্ডন পৌঁছে গেছে। এই ম্যাচে তিনটি শতরানের সৌজন্যে ভারত ম্যাচ ড্র করতে পেরেছে। অন্যদিকে ইংল্যান্ডের (England Cricket Team) হয়ে শুধু অধিনায়ক বেন স্টোকস ও জো রুট শতরান করেছেন। ইংল্যান্ডের সেই পিচ, যেখানে সাধারণত সুইং বোলাররা রাজত্ব করে, সেখানে একের পর এক সেঞ্চুরি হচ্ছে, আর সবাই জানতে চাইছে, হঠাৎ পিচের চরিত্র বদলে গেল কীভাবে?
আরও পড়ুন পয়েন্ট টেবিলে বড় রদবদল, ম্যানচেস্টার টেস্ট ড্র'য়ের পর কোথায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া?
সেঞ্চুরির বন্যা
ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ার পিছনে ভারতীয় ব্যাটারদের বড় ভূমিকা ছিল। দ্বিতীয় ইনিংসে ভারতের তিনটি শতরানে ভর করে তারা ম্যাচে ফিরে আসে। ৩১১ রানের লিড নিয়েও ইংল্যান্ড জয় ছিনিয়ে নিতে পারেনি। এই ম্যাচেই ইংল্যান্ডের স্টোকস ও রুটের শতরানে দল পৌঁছায় ৬৬৯ রানে। গোটা ম্যাচে মোট ৫টি শতরান হয়।
আপনার জেনে অবাক লাগবে, এই সিরিজে এখনও পর্যন্ত মোট ১৮টি শতরান হয়েছে। এর মধ্যে ১১টি ভারতের এবং ৭টি ইংল্যান্ডের ব্যাটারদের। শুভমান গিল একাই করেছেন ৪টি শতরান, ঋষভ পন্থ ও কেএল রাহুলের ঝুলিতে রয়েছে ২টি করে সেঞ্চুরি। এছাড়াও যশস্বী জয়সোয়াল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর একটি করে শতরান করেছেন। ইংল্যান্ডের পক্ষে জো রুট ২টি, আর স্টোকস, ড্যাকেট, ব্রুক, জেমস ও পোপ করেছেন ১টি করে শতরান। এমন নজির এর আগে কোনও টেস্ট সিরিজে ছিল না। তাও এখনও একটি টেস্ট বাকি রয়েছে!
আরও পড়ুন বিরাট নিয়ম ভাঙলেন গম্ভীর, হেড কোচ ড্রেসিংরুমে যা করলেন জানলে চোখ কপালে উঠবে
পাটা উইকেট, নির্বিষ বোলিং
আট-নয়ের দশকে ইংল্যান্ড সফর মানেই ছিল ব্যাটসম্যানদের আগুনে পরীক্ষা। একটা-দুটো শতরান কেউ করলে সেটাও বড় কৃতিত্ব ধরা হত। জেমস অ্যান্ডারসন কিংবা স্টুয়ার্ট ব্রডের সময়ও এই ভাবনা চলত। কিন্তু ইংল্যান্ড যবে থেকে ‘বাজবল’ অ্যাপ্রোচে খেলছে, তখন থেকেই ব্যাটিংই প্রাধান্য পাচ্ছে, আর বোলিং যেন গুরুত্ব হারিয়ে ফেলছে।
এই সিরিজের কথাই ধরা যাক, লর্ডস ছাড়া লিডস, বার্মিংহাম ও ম্যানচেস্টারে ম্যাচ হয়েছে একেবারে ফ্ল্যাট পিচে। যার ফলে একের পর এক বিশাল স্কোর আর সেঞ্চুরির বন্যা। এটা একদম স্পষ্ট, ইংল্যান্ডের পিচে আগের মতো বোলিং ফায়ার নেই, আর সেই ধরনের স্কিলফুল পেসারও উঠে আসছে না যাঁরা প্রতিপক্ষকে ভোগাতে পারে। তাই টেস্ট ক্রিকেটে এখন প্রতি ম্যাচে শতরানের সংখ্যা বাড়তেই থাকছে।
আরও পড়ুন ঠিক যেন রিপিট টেলিকাস্ট! ৮৯ বছর আগে ওল্ড ট্রাফোর্ডে কী ঘটেছিল ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে?
এই পরিস্থিতি ক্রিকেটের রোমাঞ্চ বাড়াচ্ছে না, বরং টেস্ট ফরম্যাটের বোলিং ভারসাম্যকে প্রশ্নচিহ্নের মুখে ফেলছে।