New Update
/indian-express-bangla/media/media_files/2025/08/03/yashasvi-rohit-chat-2025-08-03-16-46-39.jpg)
Yashasvi-Rohit Chat: ওভালে রোহিতের গুরুমন্ত্রেই বিরাট কীর্তি যশস্ব জয়সোয়ালের
IND vs ENG 5th Test: ওভালের গ্যালারিতে কালো চশমা ও ক্যাপ পরে হাজির ছিলেন রোহিত শর্মা। ভারত-ইংল্যান্ড সিরিজের এই নির্ণায়ক ম্যাচের তৃতীয় দিন তিনি সরাসরি খেলা দেখতে এসেছিলেন লন্ডনের কেনিংটন ওভালে।
Yashasvi-Rohit Chat: ওভালে রোহিতের গুরুমন্ত্রেই বিরাট কীর্তি যশস্ব জয়সোয়ালের
Yashasvi Jaiswal revealed what Rohit Sharma adviced him: ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টে (IND vs ENG) দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। তিনবার জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে বিদেশের মাটিতে নিজের চতুর্থ টেস্ট শতরানটি পূর্ণ করলেন তিনি। দিনের শেষে জানালেন, ড্রেসিংরুমে দাঁড়িয়ে থাকা প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) একটি ছোট্ট বার্তা তাঁর এই ইনিংসে বড় প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল।
ওভালের গ্যালারিতে কালো চশমা ও ক্যাপ পরে হাজির ছিলেন রোহিত শর্মা। ভারত-ইংল্যান্ড সিরিজের এই নির্ণায়ক ম্যাচের তৃতীয় দিন তিনি সরাসরি খেলা দেখতে এসেছিলেন লন্ডনের কেনিংটন ওভালে। যশস্বীর ব্যাট থেকে একের পর এক দুর্দান্ত শট বেরিয়ে আসছিল যখন, তখন রোহিত ড্রেসিংরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন মনোযোগ দিয়ে।
দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে এসে যশস্বী বলেন, “আমি রোহিত ভাইকে দেখতে পেয়ে হাই বলেছিলাম। তখন উনি আমাকে শুধু বলেছিলেন ‘খেলতে থাকো’। এই ছোট্ট বার্তাটাই আমাকে আরও মনোযোগী করেছে।”
আরও পড়ুন কার জন্য ছুঁড়েছিলেন 'ফ্লাইং কিস'? অবশেষে গোপন কথা ফাঁস করলেন যশস্বী
মাত্র ২৩ বছর বয়সেই যশস্বী খেলছেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ ও সেরা ব্যাটারদের সঙ্গে, রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, এবং অধিনায়ক শুভমান গিলের মতো তারকাদের পাশে। এই অভিজ্ঞতা তাঁর খেলায় যেমন ইতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি একজন মানুষ হিসেবেও তাঁকে অনেক পরিণত করে তুলেছে বলে জানান যশস্বী।
তিনি আরও বলেন, “আমি মনে করি, নিজের খেলার পরিকল্পনা খুব জরুরি। কোন শট কোথায় খেলব, রান কোথা থেকে তুলব, এসব আগেভাগে মাথায় থাকা দরকার। রোহিত ভাই বা বিরাট ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে এটা বুঝতে পেরেছি। ওঁরা যেভাবে প্রস্তুতি নেয়, যেভাবে টেস্ট ক্রিকেটে নিজেদের মানিয়ে নেয়, সেগুলো আমার খুব কাজে লেগেছে।”
আরও পড়ুন অফিস বড় বালাই! 'রবিবারই ম্যাচ শেষ করুন', আর্জি ভারতীয় ক্রিকেট ফ্যানের
এই তরুণ ওপেনারের ইনিংস শুধু ভারতের স্কোরবোর্ডকে মজবুত করে তোলেনি, বরং আবারও প্রমাণ করেছে যে দেশের ব্যাটিং ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। এবং সেই ভবিষ্যতের রূপকার হিসেবে রোহিত-বিরাটদের অভিজ্ঞতা ও দিশা কতটা মূল্যবান, তা নিজের মুখেই স্বীকার করলেন যশস্বী।